header banner

"আমাকেও গ্রেপ্তার করুন"

article banner

আমাকেও গ্রেফতার করুন। দলের সৈনিক, গ্রেপ্তার হওয়ার পরে আজ, সোমবার সিবিআই দফতরে গিয়ে আধিকারিকদের এই আবেদনই করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি বেআইনিভাবে চারজনকে গ্রেফতার করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। 

{link}

আজ সকালে নারদ স্টিং অপারেশন মামলায় গ্রেফতার করা হয়েছে মন্ত্রী ফিরহাদ হাকিম সহ চারজনকে। সকালে আচমকাই ফিরহাদের বাড়ি ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তার পরেই গ্রেফতার করা হয় তাঁকে। নিয়ে আসা হয় ভবানী ভবনে। একইভাবে গ্রেফতার করা হয় প্রাক্তন পরিবহণ মন্ত্রী ও বিধায়ক মদন মিত্রকে। তাঁকেও টাকা নিতে দেখা যাওয়ার কারনেই গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ। 

{link}
একই দিনে সাতসকালে গ্রেফতার করা হয় তৃণমূলের আর এক প্রাক্তনী তথা কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কেও। তাঁকেও নিয়ে আসা হয়েছে ভবানী ভবনে। তার পাশাপাশি গ্রেফতার করা হয়েছে বর্ষীয়ান রাজনীতিবিদ তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কেও।

{link}
তার দলের এই তিন মন্ত্রীর গ্রেফতারির খবর পেয়েই মুখ্যমন্ত্রী চলে আসেন ভবানী ভবনে। সিবিআই দফতরে গিয়ে প্রথমে কথা বলেন আইনজীবীদের সঙ্গে। তার পরেই কথা বলেন সিবিআই আধিকারিকদের সঙ্গে। তাঁর দাবি, যেভাবে ওই চারজনকে গ্রেফতার করা হয়েছে তা বেআইনি। ভবানীভবনে রয়েছেন তৃণমূল নেতা তথা আাইনজীবী অনিন্দ্য রাউত। তিনি জানান, এখনও তিনি ভবানী ভবনেই রয়েছেন। তবে শেষ পাওয়া খবর অনুযাই ভবানী ভবন ছেড়ে বেরিয়ে গেছেন তিনি।  

{link}
যে চার হেভিওয়েটকে গ্রেফতার করা হয়েছে, তাঁদের মধ্যে তিনজনই বিধায়ক।।ফলে এঁদের গ্রেফতার করতে অধ্যক্ষের অনুমতি প্রয়োজন। কিন্তু এঁদের গ্রেফতার করতে অ্ধ্যক্ষ নন, অনুমতি  নেওয়া হয়েছে রাজ্যপালের। আর সেখান থেকেই ঝামেলার সূত্রপাত, প্রশ্ন উঠতে শুরু করে নিয়ম নিয়ে। কেন্দ্রের সাথে হাত মিলিয়ে এহেন পদক্ষেপ নেওয়া হয়েছে, এর পাশাপাশি গ্রেপ্তার করা হয়নি মুকুল শুভেন্দুকেও, এখানেও প্রশ্ন তুলছেন তৃণমূলের কর্মী ও সমর্থকেরা। 

{ads}
 

Mamata Banerjee TMC News West Bengal India Politics সংবাদ রাজনীতি

Last Updated :