header banner

বোলপুরে দিদির হঠাৎ আগমন

article banner

মালদা থেকেই ফিরে বহরমপুরে উপস্থিত হলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বৃহস্পতিবার ঠিক দুপুর সারে বারোটা নাগাদ তিনি পা দিলেন বহরমপুরের মাটিতে। তিনি দুপুরে হেলিকপ্টারে করে এসে পৌঁছান বোলপুর স্কোয়ার ময়দানে।সেখান থেকে সরাসরি চলেযান ময়দান সংলগ্ন বহরমপুর সার্কিট হাউসে। এখনে তিনি দুপুরের খাওয়া স্নান সারেন। তারপরেই তিনি যোগদান করেন তার বৈঠকে।  


মুখ্যমন্ত্রীর এই হঠাৎ বহরমপুরে আগমনকে ঘিরে যথেষ্ট চাঞ্চল্য দেখা যাচ্ছে। মাননীয়ার এই হঠাৎই আগমনে তৎপরতার সাথে হাজির হতে দেখা যায় জেলা তৃণমূল নেতৃত্ব সহ জেলা প্রশাসনের আধিকারিকদের। সুত্রে খবর তিনি বোলপুরে কোনো জরুরি প্রশাসনিক বৈঠক করার জন্যই উপস্থিত হয়েছেন। তবে কি বৈঠক তা এখনো যানা সম্ভব হইনি।

  
{ads}

Mamata Banerjee Maldha Baharampur Meeting Chopper News Politics TMC West Bengal India

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article