header banner

এখন থেকেই লোকসভার লড়াই শুরু ?

article banner

একসময় যে পাশে হেঁটেছিলেন এখন তিনিই রাজ্যে হয়ে উঠেছেন বিরোধীদের প্রধান মুখ। আর কথাতেই আছে অচেনা শত্রুর থেকে চেনা শত্রু বেশি ভয়ঙ্কর। এখন বাংলার রাজনৈতিক মহলের চিত্রটা অনেকটা এইরকমই। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে শুভেন্দু অধিকারী। সাধারণ মানুষ যখন ভুয়ো টিকা নিয়ে সন্ত্রস্ত তখন (স্বঘোষিত) প্রধানমন্ত্রীর জন্য পুষ্পক রথ! বুধবার নাম না করে এই ভাষাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন একটি টুইট করেন শুভেন্দু। সেখানেই তিনি নিশানা করেছেন মুখ্যমন্ত্রীকে। টুইটে লেখার পাশাপাশি রাজ্য সরকারের দেওয়া ই-টেন্ডারের বিজ্ঞপ্তির একটি অংশের ছবিও আপলোড করেছেন শুভেন্দু। 

{link}
৮ থেকে ১০ আসনের একটি বিমান ভাড়া নিতে চায় রাজ্য সরকার। এই মর্মে ই-টেন্ডারও দেওয়া হয়েছে। সেই বিজ্ঞপ্তি দেখার পর মমতাকে একহাত নিতে ছাড়েননি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। যে বিজ্ঞপ্তির ছবি রাজ্যের বিরোধী দলনেতা টুইটারে আপলোড করেছেন, তাতে দেখা যাচ্ছে, তিন থেকে পাঁচ বছরের জন্য বিমানটি ভাড়া নেওয়া হবে। বিমানটি যাতে ভারতের যে কোনও প্রান্তে চলাচল করতে পারে, তা নিয়ে সংশ্লিষ্ট সংস্থা নিশ্চিত হলে তবেই টেন্ডারে অংশ নিতে বলা হয়েছে। তবে কার জন্য বিমানটি ভাড়া করা হচ্ছে, তা স্পষ্ট করে বলা হয়নি বিজ্ঞপ্তিতে। পর্যবেক্ষকদের অনুমান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই বিমান ভাড়া নিতে চায় রাজ্য সরকার। তাঁদের মতে, শুভেন্দু স্বঘোষিত প্রধানমন্ত্রী বলতে মমতাকেই বুঝিয়েছেন। তাই এক্ষেত্রে সরাসরি হলেও ঘুরিয়ে তিব্র কটাক্ষই করেছেন তিনি। 

{link}
২০২৪-এ লোকসভা নির্বাচন। ক্রমেই জোরাল হচ্ছে তৃতীয় ফ্রন্টের সম্ভাবনা। রাজনৈতিক মহলের মতে, ওই ফ্রন্টের মুখ হিসেবে মমতাকেই তুলে ধরতে চাইছে তৃণমূল। সেই কারণে দৌত্য করতে ইতিমধ্যেই মহারাষ্ট্রে শরদ পাওয়ারের বাড়িতে উড়ে গিয়েছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। পাওয়ারের দিল্লির বাড়িতে বিজেপি বিরোধী কয়েকটি দলের নেতাদের নিয়ে বৈঠকও করেছেন প্রশান্ত। ওয়াকিবহাল মহলের মতে, ওই ভোটের প্রচারে গোটা দেশ চষে বেড়াবেন মমতা। সেই কারণেই বিমান ভাড়ার তোড়জোড়। 
আর এহেন তোড়জোড় দেখে কপালে ঘাম দেখা দেওয়া স্বাভাবিক পদ্মের শিবিরের। এখন থেকেই চব্বিশের লড়াইয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য তৃণমূল। আর সেই সমস্ত কাজ আটকাতে বদ্ধপরিকর হবে রাজ্য বিজেপি বলে ধারনা রাজ্যের রাজনৈতিক মহলের একাংশের। এখন এই ধারা দেখতে হবে মানুষকে এই কথা অনেকের কাছেই স্পষ্ট। 
{ads}

news politics Mamata Banerjee Suvendu Adhikari TMC BJP TMC vs BJP Prime Minister Lok Sabha সংবাদ রাজনীতি মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী

Last Updated :