header banner

শপথগ্রহন সম্পূর্ন, মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয় ইনিংস শুরু মমতার

article banner

সকাল সকাল সম্পন্ন শুভকাজ, তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার শপথগ্রহন করে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সকালে রাজভবনে রাজ্যপালের উপস্থিতিতে শপথবাক্য পাঠ করেন তিনি। যার ফলে আজ থেকে বাংলায় শুরু হয়ে গেল তৃণমূলের ও মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় ইনিংস। কিন্তু কোভিডের কারনে আজকের এই সমারোহের ছবিটা অন্য সব শপথগ্রহন অনুষ্ঠানের থেকে বেশ কিছুটা আলাদা। আজকে মুখ্যমন্ত্রীর শপথগ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্থ চট্টোপাধ্যায় সহ আরও বেশ কিছু তৃণমূলের শীর্ষ নেতৃত্বেরা। 

{link}
রাজ্যে বিধানচন্দ্র রায় এবং জ্যোতি বসুর পর একুশের বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে প্রথম মহিলা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় টানা তিনবার মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেন। ২০০-র ও বেশি আসনে বিপুল জয়লাভ করেছে তার দল তৃণমূল কংগ্রেস। যদিও নিজের আসন নন্দীগ্রামে বিতর্কিতভাবে হলেও পরাজিত হয়েছেন তিনি শুভেন্দু অধিকারীর কাছে। যার ফলে ছয় মাসের মধ্যে মুখ্যমন্ত্রীকে অন্য কোন কেন্দ্র থেকে জয়ী হয়ে আসতে হবে। বর্তমানে কোভিড পরিস্থিতির উপর লক্ষ্য রেখে আজ দুপুরে ইতিমধ্যেই তার বৈঠকে বেশ কিছু বিজ্ঞপ্তি জারি করেছেন তিনি। কি পদক্ষেপ হতে চলেছে এই নিয়ে বহু প্রশ্ন ছিল মানুষের মনে। বর্তমানে ছবিটা পরিস্কার। 


{ads}

Mamata Banerjee Chief Minister TMC News Governor West Bengal মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় Election Politics

Last Updated :