header banner

নন্দীগ্রামে দেওয়াল লিখনে প্রচার শুরু তৃনমূলের

article banner

দলনেত্রী গতকাল নন্দীগ্রামের প্রার্থী হয়ে লড়াই করার কথা ঘোষনা করতেই পুরোদমে মঙ্গল থেকেই শুরু হয়ে দেল তৃনমূলের প্রচার। সামনেই নির্বাচন, এগিয়ে আসছে দিন। গতকাল তেখালির জনসভাতে মুখ্যমন্ত্রী নিজে নন্দিগ্রাম থেকে প্রার্থী হিসাবে দাঁড়াবেন ২১এর নির্বচনে বলে ঘোষণা করেছিলেন। আর সেই উদ্যোগে শুরু হয়ে গেলো আজ থেকেই প্রচারের রমরমা। নন্দিগ্রামের তৃণমূল নেত্রীর সমর্থনে শুরু হল দেওয়াল লিখন।


আজ সকাল থেকেই তৃণমূল দলীয় কর্মীরা ঘরের দেওয়ালে দেওয়ালে লিখতে শুরু করেদিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। নামের পাশাপাশি থাকছে নানান স্লোগান। অগ্নিকন্যা বলে সম্বোধন করা হচ্ছে। নন্দিগ্রাম কেন্দমারি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে শুরু হয়েছে এই প্রচার। শুধু দেওয়াল লিখন নয় সাথে লাগানো হচ্ছে তৃণমূলের পতাকা।


নন্দিগ্রাম কার্যত ২১ এর নির্বাচনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। নন্দীগ্রামে গতকাল প্রার্থী হিসাবে মুখ্যমন্ত্রী নিজের নাম ঘোষনা করার পর পদ্মের শিবির থেকে কোন নাম তার বিপক্ষে লড়াইয়ে নামে সেই দিকেই তাকিয়ে রাজ্যবাসী। অন্যদিকে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হওয়া বাস্তবিক ভাবেই অতিরিক্ত অক্সিজেন ও লোড়াইয়ের সাহস যুগিয়েছে নন্দীগ্রামের শিবিরকে। দিদিকে পাশে পেয়ে এখন থেকেই পুরোদমে লড়াইয়ের ময়দানের প্রচার শুরু করে দিয়েছেন তারা। এখন এই প্রচারের পরিপ্রেক্ষিতে শুভেন্দুর পদ্মের শিবিরে কি প্রতিক্রিয়া হয় নন্দীগ্রামে তাই দেখার বিষয়। 

{ads}
 

Mamata Banerjee TMC Nandigram Election Assembly Election 2021 West Bengal Politics BJP West Bengal India

Last Updated :