header banner

হলদিয়ায় মনোনয়নপত্র পেশ মুখ্যমন্ত্রীর

article banner

গতকালের জনসভার নন্দীগ্রামের মঞ্চে দাঁড়িয়ে চিৎকার করে বলেছিলেন, যদি আপনারা মনে করেন আমার দাঁড়ানো উচিত নয় বলে দিন আমি চলে যাব, আর যদি আমাকে নিজেদের ঘরের মেয়ে মনে করেন তাহলে আমাকে বলবেন আমি নমিনেশন জমা দিতে যাব। উপস্থিত জনতা চিৎকার করে সায় দিয়েছিলেন তার বক্তব্যে। সেই বলা কথা মতোই দলের কর্মী জনতার অনুমতি নিয়েই আজ আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য হলদিয়ায় নিজের মনোনয়ন পেশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ঘড়িতে সময় তখন ১টা বেজে ৪৮ মিনিট, নন্দীগ্রামের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা করেন মুখ্যমন্ত্রী। 


উল্লেখযোগ্য বিষয় এবারের নির্বাচনে কার্যত একেবারে মূলকেন্দ্র হচ্ছে নন্দীগ্রাম। এই নন্দীগ্রাম থেকেই গড়ে উঠতে পারে আসন্ন নির্বাচনের ভাগ্য। একদিকে মমতা বন্দোপাধ্যায় অন্যদিকে শুভেন্দু অধিকারী যে দুজন কেই কার্যত এবারের কেন্দ্রীয় মুখ বলা চলে। একদিকে শুভেন্দু অধিকারী, যার রাজনৈতিক জীবনের সূত্রপাত সেই নন্দীগ্রাম আন্দোলনের মাটি থেকেই। অন্যদিকে মমতা ব্যানার্জি যিনি নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম মুখ ছিলেন। নিজের পুরোনো সেনাপতির বিরুদ্ধে তারই যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। এখন বাঘের খাঁচায় ঢুকে বাঘের সাথে যুদ্ধে জিতে নিজের সিংহাসন ধরে রাখতে সক্ষম হন কি না, সেই উত্তর জানা যাবে এপ্রিল মাসে ভোটের ফল ঘোষনা হওয়ার পর। 
 

{ads}

Mamata Banerjee Trinamool Congress TMC Nandigram Politics Election West Bengal Assembly Election 2021 West Bengal India

Last Updated :