header banner

অ্যাকাউন্টে ঢুকেছে ট্যাব কেনার টাকা, আনন্দে মুখ্যমন্ত্রীর জয়ধ্বনি পড়ুয়াদের

article banner

মুখ্যমন্ত্রীর কথা মতো ঠিক পরীক্ষার আগে ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে এলো ট্যাবের টাকা।উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের রামগঞ্জের রামগঞ্জ হাইস্কুলের দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা ইতিমধ্যে টাকা পেয়ে আনন্দে আত্মহারা। মুখ্যমন্ত্রী দ্বারা ঘোষিত ট্যাবের টাকা সময়মত অ্যাকাউন্টে ঢুকে গেছে ওই বিদ্যালয়ের পরুয়াদের।আনন্দ ও উল্লাসে ফেটে পড়ছে পড়ুয়ারা।আনন্দ উদযাপন করতে নাচগান আরম্ভ করে দিয়েছে তারা।রিতিমত ডিজে বাজিয়ে, নেচেগেয়ে মুখ্যমন্ত্রীর জন্য তুলল জয়ধ্বনি।তাদের রাজ্যে ফের দিদিকেই চাই এমনটাই স্পষ্ট বোঝা গেল।তারা নাচার জন্য গান হিসেবেও বেছে নিল “দিদিমণি তোমায় চাই”


গোটা দেশজুড়ে নোবেল করোনা ভাইরাসের কারনে দীর্ঘদিন বন্ধ রয়েছে সমস্ত কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলি। আর করোনা পরিস্থতিকে মাথায় রেখে শুরু হয়েছে অনলাইন ক্লাস। কিন্তু রাজ্যের বহু ছাত্রছাত্রীরা আছে যাদের ট্যাব বা মোবাইল কিনে পড়াশোনা করার মতো সামর্থ্য নেই। আর সামনেই রয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। সেই পরীক্ষার প্রস্তুতি যাতে সঠিক ভাবে পড়ুয়ারা নিতে পারে তার জন্য রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী ঘোষণা করেন বেশ কয়েকদিন আগেই, যে রাজ্যের সমস্ত সরকারি স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ট্যাব কেনার জন্য ১০,০০০ টাকা অ্যাকাউন্টে দেওয়া হবে।আর তারপরেই রামগঞ্জ হাইস্কুলের সমস্ত পড়ুয়ারা তাদের অ্যাকাউন্টে টাকা পেয়ে যেতে আনন্দে আত্মহারা হয়ে উঠল। 


রামগঞ্জ হাইস্ককুলের পড়ুয়াদের ক্ষমতা ছিলনা ট্যাব কেনার। তারা সত্যিই খুব উপকৃত হয়েছে এই টাকাটি পেয়ে।এমনটাই জানিয়েছে রামগঞ্জ স্কুলের দ্বাদশ শ্রেণীর এক পড়ুয়া।তাদের এই উল্লাসের মধ্যে দিয়ে ফের রাজ্যে রব উঠল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য।

{ads}
 

Mamata Banerjee West Bengal TMC Students Raniganj School Government School Trinamool Congress West Bengal India

Last Updated :