header banner

Waqf Property: কিছুটা বাধ্য হয়ে পদক্ষেপ! ওয়াকফ সংশোধনী বিলকে মান্যতা মুখ্যমন্ত্রীর

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ওয়াকফ সংশোধনি বিল নিয়ে বহু লড়াই হয়েছে কেন্দ্রের সঙ্গে রাজ্যের। কিন্তু শেষপর্যন্ত আইন আদালত করেই রণে ভঙ্গ দিতে বাধ্য হলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত সব তথ্য (Waqf property) সেন্ট্রাল পোর্টালে আপলোড করতে সব জেলাশাসককে নির্দেশ দিল নবান্ন। প্রশাসনিক সূত্রের খবর, সব জেলাশাসকের কাছে বৃহস্পতিবার সন্ধেয় চিঠি পাঠিয়েছেন সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের সচিব পি বি সালিম। চলতি বছরের এপ্রিলের শুরুতে ওয়াকফ সংশোধনী বিল পাশ হয় সংসদের দুই কক্ষে। এরপর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেই বিলে স্বাক্ষর করেন। দেশজুড়ে ওয়াকফ সংশোধনী আইন লাগু হয়। সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, রাজ্যে লাগু হবে না এই আইন। ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়। বাংলারও একাধিক জায়গায় প্রতিবাদ হয়। সুপ্রিম কোর্টেও ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে একাধিক মামলা হয়। কিন্তু আইন মানতে বাধ্য হয়ে এবার কেন্দ্রের প্রস্তাবে সম্মত হয় রাজ্য।

{link}

বিশেষজ্ঞরা বলছেন, শীর্ষ আদালত ওয়াকফ সংশোধনী আইনে স্থগিতাদেশ না দেওয়ায় এই আইন মানতে হবে সব রাজ্যকে। দেশের সব নিবন্ধিত ওয়াকফ সম্পত্তির তথ্য ৬ মাসের মধ্যে কেন্দ্রীয় পোর্টালে আপলোড করতে হত। এই সময়সীমা শেষ হচ্ছে আগামী ৫ ডিসেম্বর। তাই, তড়িঘড়ি রাজ্য সরকারের তরফে সব তথ্য কেন্দ্রীয় পোর্টালে আপলোড করতে বলা হল। এখন দেখার কত তৎপরতার সঙ্গে রাজ্য সমস্ত কাজ সম্পন্ন করে।

{ads}

Waqf Board West Bengal Trinamool Congress News Waqf Rule Mamata Banerjee Waqf Rule High Court ওয়াকফ সংশোধন বিল ওয়াকফ আইন পশ্চিমবঙ্গ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article