header banner

'মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুষ খাওয়ার প্রয়োজন নেই'- দুর্নীতি প্রসঙ্গে বিস্ফোরক শোভনদেব

article banner

নিজস্ব সংবাদদাতা: "দুর্নীতির অভিযোগে অভিযুক্তরা কোর্ট থেকে পরিষ্কার না হয়ে আসা পর্যন্ত তৃণমূল দলে তাদের ঠাই নেই সে যেই হোক না কেন” তৃণমূলের নেতা মন্ত্রীদের দুর্নীতিতে জড়িত থাকা নিয়ে বিরোধীদের কটাক্ষ করার প্রসঙ্গে আবারো সরব হলেন কৃষি মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। তৃণমূলের দাপুটে দুই নেতৃত্ব, বর্তমানে জেলের ভিতর। তাদের ইস্যু কে কেন্দ্র করেই নিয়মিত বিরোধীরা রাজ্যের শাসকদলকে আক্রমণ করে চলেছে। তার বিরুদ্ধেই গতকাল সরব হন রাজ্যের কৃষিমন্ত্রী। এই প্রসঙ্গের রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা উল্লেখ করে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুষ খাওয়ার প্রয়োজন নেই। কারন তিনি সাংসদ ছিলেন। আর সাংসদের যে টাকা বিধায়াকের যে টাকা হয় সেটা উনি পুরো নিলে কতো লক্ষ টাকা হতো। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুষ খাওয়ার কোন প্রয়োজন নেই। সবাই ঘুষ খায়না। সবাই খারাপ হয় না।" সবমিলিয়ে এখন হারানো বিশ্বাসের জমি ফিরত পেয়ে মরিয়া চেষ্টা চালাচ্ছে তৃণমূল নেতৃত্ব।

{link}
এছাড়ার গতকালের বক্তৃতায় শোভন বাবু অভিযোগ করেন "নরেন্দ্র মোদী দেশের কোন রাজ্যে বিজেপি সরকার ছাড়া অন্য দলের সরকার কে কাজ করতে দিতে চান না। তাই বিজেপি যে রাজ্যে সরকার গড়তে পারে নি সেখানে ইডি সিবিআই পাঠিয়ে দিচ্ছে।“ ঠিক যেমন ইডি, সিবিআই ইস্যুকে কে কেন্দ্র করে সুর শোনা যায় তৃণমূলের বাকি নেতাদের গলায়। তবে নিজেদের গায়ে লাগা কালি নিয়ে ফরলে দলে কোন ঠাঁই হবে না অনুব্রত, পার্থর। এখন দেখার তারা তাদের গায়ের কালি মুছে ফিরতে সক্ষম হন কি না। 
{ads}

news Mamata Banerjee Sobhandeb Chatterjee TMC Trinamool Congress সংবাদ

Last Updated :

Related Article

Latest Article