শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : বিহারে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হওয়ার পরপরই সোচ্চার হোন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূল (TMC) সূত্রের খবর, বিরোধী নেতৃত্বের বিরুদ্ধে যেভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে ব্যবহার করা হচ্ছে তা নিয়েও ইন্ডিয়া জোট সরব হবে বলে জানা গিয়েছে। ভোটার তালিকা সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রথম সোচ্চার হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
{link}
হারের পর বাংলায় এই সংশোধনের মধ্য দিয়ে রাজ্যের ন্যায্য ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। বহু মানুষকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এবার সংসদের বাদল অধিবেশনে মমতার তোলা অভিযোগ নিয়ে সোচ্চার হওয়ার সিদ্ধান্ত নিল ইন্ডিয়া জোটে শরিকরা। শনিবার রাতে ভারচুয়াল বৈঠকে জোটের ২৪ দলের শীর্ষনেতৃত্ব অংশ নেন।
{link}
তৃণমূলের তরফে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এছাড়াও কংগ্রেসের পক্ষে সোনিয়া ও রাহুল গান্ধী, দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, এনসিপি (এসপি)র শরদ পাওয়ার, ঝাড়খন্ড ও জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন এবং ওমর আবদুল্লা, আরজেডির তেজস্বী যাদব, সিপিএমের এম অ বেবি সহ বাম ও শরিক দলের শীর্ষনেতৃত্ব।
{ads}