শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: উত্তরবঙ্গ জয় করতে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে কোচবিহারে। বিজেপির হাত থেকে উত্তরবঙ্গ ছিনিয়ে নিতে মরিয়া তিনি। এবার রাজ্যের হাতে এসে পৌঁছেছে শ্রম সংক্রান্ত সেই আইনের প্রতিলিপি। সেখানে ১০০ দিনের কাজে টাকা দেওয়ার ক্ষেত্রে নয়া ‘শর্ত’ দেওয়া হয়েছে। কিন্তু সেসব শর্ত ‘অসম্মানজনক’ বলে অ্যাখ্যা দিয়ে কোচবিহারের প্রকাশ্য জনসভা থেকে এই সংক্রান্ত কাগজ ছিঁড়ে ফেললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দু’দিনের জন্য কোচবিহার সফরে গিয়েছেন তৃণমূল নেত্রী। সেখানে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই কেন্দ্রের সরকারকে একের পর এক ইস্যু তুলে আক্রমণ শানিয়েছেন। তবে প্রতিবাদের সুর সবচেয়ে চড়ালেন কেন্দ্রের নয়া শ্রম আইনের বিরুদ্ধে।
{link}
মমতার কথায়, ”তিন, চারদিন আগে আমাদের একটা নোটিস পাঠিয়েছে। কেন্দ্রের নতুন লেবার কোড নিয়ে। ১০০ দিনের কাজের টাকা দিতে নতুন শর্ত চাপিয়েছে। আমার এসব শর্ত মানি না, মানব না। এটা অসম্মানের। এই আমি কাগজ ছিঁড়ে ফেলে দিলাম। এটা কেন্দ্রের কোনও নোটিস নয়, এটা আমার কাছে থাকা কাগজ।” আলাদা আলাদা রাজ্যে একই পদে আলাদা বেতন কাঠামো, একই সংস্থায় কাজ করেও রাজ্যভিত্তিতে শ্রমের পরিমাণ এবং পারিশ্রমিক আলাদা। শ্রমিকদের নিরাপত্তায় পৃথক বিধি। এসব জটিলতা কাটাতে চলতি বছরের নতুন শ্রম আইনের প্রস্তাব পাশ করেছিল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। দেশের বিভিন্ন রাজ্যের ৪৪টি আলাদা আলাদা শ্রম আইনকে সংগঠিত করে নয়া চারটি শ্রম কোড চালুর প্রস্তাব দেওয়া হয়েছিল নতুন শ্রম আইনে।
{ads}