শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রবল ক্ষুব্ধ ইডির বিরুদ্ধে। তিনি মনে করেন কোনো নোটিশ ছাড়া এভাবে তল্লাশি করা অগণতান্ত্রিক। তিনি বলেন রাজ্যের গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। বৃহস্পতিবার দুপুর ১টা ৩৮ মিনিট। ৪৫ মিনিট পর আইপ্যাকের (I-PAC) অফিস থেকে বেরোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভিতরে এখনও তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
{link}
বাইরে এসে মুখ্যমন্ত্রী বলেন, "আমি মনে করি এটা একটা ক্রাইম। মার্ডার অফ ডেমোক্রেসি। আমাদের সব নির্বাচনী কাগজ চুরি করা হয়েছে।" এরপরই সরাসরি প্রধানমন্ত্রীর উদ্দেশে হুঁশিয়ারির সুরে বলেন, "আমি সৌজন্যতা দেখাব। কিন্তু এটা আমার দুর্বলতা ভাবলে ভুল করবেন। আমার সব আপনি লুট করবেন আর আমি কি চুপ করে বসে থাকব?" মুখ্যমন্ত্রী জানান, "আইপ্যাকের অফিস থেকে কী কী নথি লুট হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে ইডির বিরুদ্ধে এফআইআর করা হবে।"দেশের স্বরাষ্ট্র মন্ত্রীকেও টার্গেট করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন,"হিম্মত থাকলে রাজনৈতিকভাবে লড়াই করুন। তা না করে ইডিকে দিয়ে আমাদের ভোটের স্ট্র্যাটেজি চুরি করছেন? এবার আমি যদি বিজেপির অফিসে তল্লাশি করি? সেটা কি ঠিক হবে?" বিজেপিকে 'ডাকাতের দল' আখ্যা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "রাজনৈতিকভাবে লড়াই করার সাহস নেই, তাই ইডিকে দিয়ে আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করল। আমাদের সব কাগজ, তথ্য লুট করেছে।" যতক্ষণ তল্লাশি চলবে ততক্ষণ তিনি আইপ্যাকের অফিসের সামনেই বসে থাকবেন বলেও জানান।
{ads}