header banner

Editorial: নির্বাচন কমিশনকে দ্বিতীয় চিঠি! বিশেষ নিবিড় সংশোধন নিয়ে চিন্তায় মমতা বন্দ্যোপাধ্যায়

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: নানা নাটকীয় পরিস্থিতির মধ্যেও SIR কাজ প্রায় অনেকটাই গুটিয়ে এনেছে নির্বাচন কমিশন। যার ফলে যে বিহারের মতো বহু ভুয়ো ভোটারের নাম বাদ পড়তে চলেছে তাতে সন্দেহ নেই। আর সেই কারণেই কি আতঙ্কিত মমতা? মাঝে কয়েকদিনের ব্যবধান। দেশের নির্বাচন কমিশনকে ফের চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। ডেটা এন্ট্রি অপারেটর এবং আবাসনে ভোটকেন্দ্রের মতো দু’টি গুরুত্বপূর্ণ ইস্যুতে সরব হলেন তিনি। পাশাপাশি, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের উদ্দেশে দেওয়া চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটরদের দিয়ে কাজ করানো যাবে না বলে জেলা নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছিল। এমনকি, বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের দিয়েও কাজ না করানোর স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও রাজ্যের সিইও অফিস কীভাবে ১ হাজার ডেটা এন্ট্রি অপারেটর এবং ৫০ জন সফ্টওয়্যার ডেভেলপার নিয়োগের প্রস্তাব দিল?’ মুখ্যমন্ত্রীর এই অভিযোগ একদম সত্য। নির্বাচন কমিশনকেও গুরুত্ব দিয়ে ওই অভিযোগের মান্যতা দিতে হবে। 

{link}

  একাধিক অভিযোগকে সামনে রেখেই মুখ্যমন্ত্রী আবার রাজ্য নির্বাচন আধিকারিকের বিরুদ্ধে অনেক অভিযোগ এনেছেন। এমন কি বিজেপি দ্বারা তিনি পরিচালিত হচ্ছেন বলেও তাঁর অভিযোগ। তিনি লিখেছেন, ‘বাইরের কোনও সংস্থাকে দিয়ে এই কাজ করানোর কেন প্রয়োজন পড়ল? কোনও রাজনৈতিক দলের স্বার্থপূরণে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি তো?’
এখানেই কিন্তু ক্ষান্ত হননি মমতা। কীভাবে কমিশন কোনও বেসরকারি আবাসনে ভোটকেন্দ্র তৈরির সিদ্ধান্ত নিতে পারে, সেই নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন তিনি। চিঠিতে লিখেছেন, ‘আমি জানতে পারলাম, নির্বাচন কমিশন বেসরকারি আবাসনগুলিতে ভোটকেন্দ্র তৈরির কথা ভাবছে। ডিইও-দের কাছে এই নিয়ে পরামর্শও চেয়েছে তাঁরা।’ কিন্তু এই প্রস্তাব যথার্থ নয় বলেই দাবি তাঁর। এখন দেখার শেষ পর্যন্ত কোথাকার জল কোথায় গড়ায়!

{ads}

Election Commission of India Mamata Banerjee News ECI SIR News Abhishek Banerjee Suvendu Adhikari সংবাদ মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশন

Last Updated :

Related Article

Latest Article