header banner

জন্মদিনে 'স্বাস্থ্যের সাথী' মুখ্যমন্ত্রী

article banner

আজ সারা পশ্চিমবঙ্গের ‘দিদি’ র জন্মদিন। জন্মদিন সেই মানুষটার যার হাত ধরে বাংলায় ঘাসের উপর জোড়াফুলের আবির্ভাব, যার সরকারের হাত ধরে কন্যাশ্রী, স্বাস্থ্য সাথী, সবুজ সাথীর মতো একাধিক প্রকল্প পৌঁছে গেছে মানুষের ঘরে ঘরে। আজ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের জন্মদিন। এক সাধারন ঘর থেকে উঠে এসেই বর্তমানে বাংলার ও ভারতের রাজনীতির অন্যতম পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি। আজ সকাল থেকেই জন্মদিনের শুভেচ্ছাবার্তা উবচে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। তিনি কিন্তু প্রতিবারের মতো খুব সাধারন ভাবেই কাটাচ্ছেন আজকের দিনটি।


আজ সকালে মুখ্যমন্ত্রী তার জন্মদিনের দিনেই দুয়ারে সরকারের ক্যাম্প থেকে নিজের স্বাস্থ্যসাথী কার্ড সংগ্রহ করলেন। আজ কালীঘাটের জয় হিন্দ ভবনে সাধারন পাঁচজন মানুষের মতো লাইনে দাঁড়িয়ে বাকি সবার মতো একই পদ্ধতিতে নিয়ে গেলেন তার ‘স্বাস্থ্য সাথী’ স্মার্ট কার্ড । হয়ত বুঝিয়ে দিয়ে গেলেন যে তিনি সাধারন মানুষের থেকে একটুও আলাদা নন, তিনিও তাদের মতোই একজন। এছাড়াও মূলত সরকারী স্বাস্থ্য প্রকল্পের গুরুত্ব সম্পর্কে জনগণকে অবহিত করার জন্যেও এই পদক্ষেপ হতে পারে বলে মনে করছে বেশ কিছু সাধারন মানুষ। 

{ads}
 

Mamata Bannerjee Chief Minister of West Bengal Mamata Bannerjee's Brithday Didi Politics TMC Trinamool Congress Swastha Sathi Kolkata Kalighat West Bengal India

Last Updated :