শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : এটা ঠিক পাল্টা বৈঠক কিনা বলা যাবে না। তবে আজ, বিকেলে তৃণমূলের সাংসদের নিয়ে বৈঠক করছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই খবর জানা জানির পরেই খবর আসে সোমবারই অমিত শাহ বৈঠক করবেন বাংলার বিজেপি সাংসদদের নিয়ে। সোমবার স্বরাষ্ট্রমন্ত্রীর দিনভর নানা কর্মসূচি রয়েছে। তার ফাঁকেই বাংলায় ১২ জন বিজেপি সাংসদের সঙ্গে আলোচনা করবেন শাহ (Amit Shah)।
{link}
রবিবার সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। বিহার ভোটের আগে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা SIR নিয়ে তুমুল হইচই। বিহারের মতো বিভিন্ন রাজ্যে তা লাগু হবে বলে চিঠি দিয়ে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। আর এই এসআইআরের বিরোধিতা করে রাজ্য সরকার সুর চড়িয়েছে। প্রতিবাদে একাধিক কর্মসূচি গৃহীত করেছে। আগামী সপ্তাহে বিরোধী ইন্ডিয়া জোট নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করতে চলেছে। তৃণমূলের তরফে তাতে নেতৃত্ব দিতে পারেন সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
{link}
এছাড়া সংসদে এনিয়ে বিজেপিকে চাপে ফেলতেও নির্দিষ্ট রণকৌশল স্থির করছে তৃণমূল। এদিকে, বিজেপিও এসআইআর নিয়ে সতর্ক। বিভিন্ন রাজ্যের মতো বাংলায় বিশেষ নিবিড় সংশোধনী লাগু হলে কী ভূমিকা হবে বিজেপি সাংসদদের, তা স্থির করতে বাংলার সাংসদদের নিয়ে শাহের বৈঠক বলে জানা গিয়েছে। আসলে এসআইআরের বিরোধিতায় যেভাবে বাংলার শাসকদল কোমর বেঁধে নেমে পড়েছে, তাতে প্রমাদ গুনছে কেন্দ্রের শাসক শিবির। এখন দেখার অমিত জি সাংসদের কি কি পরামর্শ দেন।
{ads}