header banner

Naihati : মঙ্গলে বড়মার মন্দিরে মমতা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : নৈহাটিতে (Naihati) বিরাট সাফল্যর পড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যাচ্ছেন নৈহাটি। যে নৈহাটি এক সময় বামেদের দুর্গ বলে পরিচিত ছিল, সেই নৈহাটি এখন তৃণমূলের নিজের ঘরে পরিনত হয়েছে। ভোটে জেতার পড়ে মঙ্গলবার নৈহাটির 'বড়মা'র দরবারে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

{link}

সূত্রের খবর, মঙ্গলবার তিনি বড়মার মন্দিরে পুজো দেবেন। দুপুর ৩টে নাগাদ সেখানে যাওয়ার কথা তাঁর। এই খবর জেলায় পৌঁছতেই বারাকপুর পুলিশ কমিশনারেটের কর্তারা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেছেন। সাজিয়ে তোলা হয়েছে পুরো নৈহাটি শহর। চারিদিকে লাগানো হয়েছে  তৃণমূলে পতাকা ও মুখ্যমন্ত্রীর বড়ো বড়ো কাটাউট। এর আগে পার্থ ভৌমিক যথেষ্ট ভালো ব্যবধানে জিতেছিলেন।

{link}

কিন্তু এবার সনৎ দে সেই ব্যবধানকেও ছাড়িয়ে গেছে। ভোট সাফল্যের পরই  সেখানকার শতাব্দী প্রাচীন বড়মার মন্দিরে মঙ্গলবার বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায় পুজো দেবেন বলে সূত্রের খবর। আর তাঁর আগমন উপলক্ষে স্বভাবতই বেড়েছে নিরাপত্তা। পুলিশ কর্তারা বৈঠকে বসেছেন। মন্দিরে মুখ্যমন্ত্রীর প্রবেশ-প্রস্থান কোন পথে হবে, আলোচনায় তা উঠে এসেছে বলে খবর।

{ads}

News Breaking News Naihati West Bengal Mamata Banerjee CM সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article