header banner

Suvendu Adhikari : চেয়ার চলে যাওয়ার ভয় পেয়েছেন মমতা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) মমতার বক্তব্যর একটা বড়ো অংশ ছিল ভুতুড়ে ভোটার প্রসঙ্গ। সেই প্রসঙ্গেই মমতা (Mamata Banerjee) বলেন, নির্বাচন কমিশনে বিজেপির লোকই ভরা। নির্বাচন কমিশনের আশীর্বাদে ভোটার তালিকায় কারচুপি হয়েছে বলে অভিযোগ তোলেন মমতা।

{link}

মমতার এই মন্তব্যে নির্বাচন কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে দাবি শুভেন্দুর (Suvendu Adhikari)। আর এনিয়েই এবার মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারকে (CEC Gyanesh Kumar) চিঠি বিরোধী দলনেতার। শুভেন্দু এদিন তৃণমূলকে দ্বিতীয় মুসলিমলীগ পার্টি বলেন। বৃহস্পতিবার মমতার আক্রমনের পরে শুক্রবার শুভেন্দু মুখ খোলেন। তিনি বলেন, "জোরে জোরে খেলা হবে বলেছেন, সরাসরি হুঙ্কার। নির্বাচন কমিশন সাংবিধানিক বডি। নির্বাচন হয়।

{link}

আর আপনি বলছেন অমিত শাহের (Amit Shah) দফতরের সচিবকে মুখ্য নির্বাচন কমিশনার করে দিয়েছে। আপনি চ্যালেঞ্জ করে কেন সুপ্রিম কোর্টে যাচ্ছেন না? আসলে আপনি ভয় পেয়েছেন।" মহারাষ্ট্র ও হরিয়ানার ফলাফলের পর মমতা ভয় পেয়েছেন বলে দাবি শুভেন্দুর। তিনি বলেন, "চেয়ার চলে যাবে তাই ভয় পেয়েছেন মমতা। বাংলার কৃষক, মহিলা, বেকার সকলেই ক্ষুব্ধ আপনার উপরে। সিঙ্গুর তাড়ানোর মঞ্চে আমি আসিনি। কারণ সিঙ্গুরকে তাড়ানো মহাপাপ।"

{ads}

News Breaking News Netaji Indoor Stadium Mamata Banerjee Suvendu Adhikari সংবাদ

Last Updated :