header banner

CM : ৩০ ডিসেম্বর সন্দেশখালি যাচ্ছেন মমতা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : গত কয়েক মাস আগে সংবাসের শিরোনামে ছিল সন্দেশখালি (Sandeshkhali)। সৌজন্যে সন্দেশখালির ত্রাস তৃণমূল নেতা শেখ শাজাহান। কিন্তু তখন অনেক দাবি ওঠার পরেই মুখ্যমন্ত্রী সন্দেশখালি যান নি। এবার যাচ্ছেন। নবান্ন (Nabanna) থেকে তিনি নিজেই সে কথা জানান। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “ভোটের আগে অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিল, দিদি সন্দেশখালি যাবেন না? বলেছিলাম পরে যাব। আমি ৩০ ডিসেম্বর সন্দেশখালি যাব।

{link}

সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেব। আমি মঞ্চ থেকে ১০০ জনের হাতে পরিষেবা পৌঁছে দেব। তিনি বলেন, রাজনৈতিক কারণটা প্রধান নয়, প্রশাসনিক কারণেই তিনি যাবেন সন্দেশখালি। তিনি সাংবাদিকদের বলেন, আলাদা ক্যাম্প করে অন্তত ২০ হাজার মানুষের কাছে তিনি পরিষেবা পৌঁছে দেবেন। লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালির ‘ত্রাস’ শেখ শাহজাহানের নাম সামনে আসে। জোর করে জমি দখল, মহিলাদের নির্যাতন-সহ তৎকালীন তৃণমূল নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ ওঠে। ওই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চাপানউতোর তৈরি হয়। সন্দেশখালি কাণ্ডের প্রভাব ভোটবাক্সে প্রতিফলিত হবে বলেই ভেবেছিলেন বিরোধীরা।

{link}

কিন্তু ভোট বাক্সে তার তেমন কোনো প্রতিফলন দেখা যায় নি। মুখ্যমন্ত্রী এদিন তাঁর একাধিক পরবর্তী কর্মসূচির কথা ঘোষণা করেন। তিনি বলেন, আগামী ১ জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। ওইদিন মা, মাটি, মানুষ দিবস হিসাবে পালন করা হয়। তাই ব্লকে ব্লকে রক্তদান শিবিরের আয়োজন করা হবে। ২ জানুয়ারি সব দপ্তরের কাজ পর্যালোচনায় প্রশাসনিক বৈঠক হওয়ার কথা। আগামী ৬ জানুয়ারি গঙ্গাসাগরে যাবেন মুখ্যমন্ত্রী। প্রথমে ভারত সেবাশ্রম সংঘে যাবেন। সেখান থেকে কপিল মুনির আশ্রম। গঙ্গাসাগর মেলার আগে প্রতিবারই পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী।

{ads}

News Breaking News Sandeshkhali TMC Mamata Banerjee Politics Politician সংবাদ

Last Updated :