header banner

Digha : মঙ্গলে দিঘা সফরে মমতা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : পূর্ব ঘোষণা অনুযায়ী আজ, মঙ্গলবার মুখ্যমন্ত্রী (CM) যাচ্ছেন তাঁর প্ৰিয় জায়গা - দিঘাতে (Digha)। নবান্ন সূত্রে জানা যাচ্ছে, দিঘাতে তাঁর একাধিক কর্মসূচি আছে। আজ, মঙ্গলবার দুপুরেই পূর্ব মেদিনীপুরের দিঘায় যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামিকাল বুধবার দিঘার জগন্নাথ মন্দিরের কাজের প্রস্তুতি দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরে কলকাতা ফিরবেন মুখ্যমন্ত্রী। এর মধ্যেই করবেন প্রশাসনিক বৈঠক।

{link}

মঙ্গলবার দুপুরে ডুমুরজলা থেকে হেলিকপ্টারে নিউ দিঘার হেলিপ্যাডে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ওই হেলিকপটারের ট্রায়াল রান হয়েছে। দিঘাকে 'গোয়া' বানানোর একটা বাসনার কথা মুখ্যমন্ত্রী অনেক আগেই বলেছিলেন। গোয়া হলো কিনা তা নিয়ে বিতর্ক হোক, কিন্তু দিঘার সৌন্দর্য্য যে অনেক বেড়েছে তাতে সন্দেহ নেই। পুরীর আদলে দিঘায় জগন্নাথ মন্দির তৈরির পরিকল্পনা করেছে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। দীর্ঘদিন থেকে জোরকদমে চলছে কাজ। বিগত কয়েক বছরে ভিড়ের মাত্রা অনেকটাই বেড়েছে দিঘা-মন্দারমনিতে।

{link}

সেখানে জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়ে গেলে বাংলার পর্যটন মানচিত্রে দিঘা আরও বড় আকর্ষণ হয়ে উঠতে পারে। নবনির্মিত জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে সংলগ্ন এলাকার সামগ্রিক উন্নয়নের কাজেও অনেকটাই জোর দেওয়া হচ্ছে। কয়েক বছর আগেই এই প্রকল্পের জন্য কয়েক’শো কোটি টাকা বরাদ্দও হয়ে যায়। তারপরেই হিডকোর তদারকিতে শুরু হয়ে গিয়েছিল সীমানা প্রাচীর নির্মাণের কাজ। বর্তমানে কাজ প্রায় শেষ পথে বলেই খবর। মুখ্যমন্ত্রী চাইছেন যেভাবেই হোক ২০২৬ ভোটের আগে ওই মন্দির উদ্বোধন করে ভোট বাক্সকে আরও কিছুটা বাড়িয়ে নিতে।

{ads}

News Breaking News Digha CM Mamata Banerjee West Bengal সংবাদ

Last Updated :