header banner

CM : অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে সাড়া দিলেন মমতা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : বছর খানিক আগেই তিনি জানিয়েছিলেন যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাঁকে আমন্ত্রণ জানিয়েছে। যদিও তারপরে অনেকটা সময় চলে গেছে। তবে এবার সামনে আসলো সেই মহেন্দ্রক্ষণ। এবার সেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের (Oxford University) আমন্ত্রণে সাড়া দিয়ে লন্ডন সফরে যাচ্ছেন মমতা। আগামী ২১ মার্চ তিনি বিদেশ সফরে যাচ্ছেন বলে সূত্রের খবর।

{link}

বিশ্বের অন্যতম প্রথিতযশা শিক্ষা প্রতিষ্ঠান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন তিনি। এখন পর্যন্ত অবশ্য তাঁর ভাষণের বিষয় সামনে আসে নি। তবে মনে করা হচ্ছে, বাংলার বিভিন্ন প্রকল্প কীভাবে রূপয়িত হচ্ছে, এটাই প্রাধান্য পাবে তাঁর বক্তৃতায়। এই প্রথম নয়, এর আগেও অক্সফোর্ড-এ তাঁর ভাষণ দেওয়ার কথা থাকলেও শেষে মুহূর্তে তা বাতিল করেছিল অক্সফোর্ড কর্তৃপক্ষ। ২০২০ সালে অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণে মমতার ভাষণ দেওয়ার কথা ছিল।

{link}

শেষ মুহূর্তে অক্সফোর্ড কর্তৃপক্ষের তরফে ইমেইল করে জানিয়ে দেওয়া হয়েছিল যে আপাতত স্থগিত থাকছে ওই অনুষ্ঠান। এবার কিন্তু আর বাতিল হচ্ছে না। নবান্ন সূত্রে জানা যাচ্ছে, আগামী ২১ মার্চ কলকাতা থেকে বিমানে দুবাইয়ের উদ্দেশে রওনা হবেন মুখ্যমন্ত্রী (CM) । সেখান থেকে যাবেন লন্ডন। অক্সফোর্ডে ভাষণ দেওয়ার পাশাপাশি মমতা (Mamata Banerjee) আরও কয়েকটি কর্মসূচি রয়েছে। সেখানে কয়েকজন শিল্পপতির সঙ্গেও কথা বলবেন তিনি।

{ads}

News Breaking News Mamata Banerjee Oxford University সংবাদ

Last Updated : a month ago