header banner

Arambag : ত্রাণ শিবিরে খিচুড়ি পরিবেশন করলেন মমতা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : গত কয়েকদিনের একটানা বৃষ্টিতে পুরো দক্ষিণবঙ্গ একরকম প্লাবিত। কলকাতা (Kolkata) সহ দক্ষিণের বেশ কয়েকটি জেলার অবস্থা খুবই খারাপ। সেই পরিস্থিতিতেই মুখ্যমন্ত্রী গেছেন প্লাবন পরিস্থিতি পরিদর্শনে আরামবাগে (Arambag)। কামারপুকুরে ত্রাণ শিবিরে গিয়ে নিজে হাতে দুর্গতদের পাতে খিচুড়ি পরিবেশন করলেন তিনি। অসহায় পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) এভাবে কাছে পেয়ে আপ্লুত বাসিন্দারা।

{link}

আরামবাগ, খানাকুল ছাড়াও পুরশুড়ার ৩টি গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রাম ও মাঠঘাট জলমগ্ন। গোঘাটের ৩টি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম জলমগ্ন হয়েছে নতুন করে। তার ওপর নদীগুলিতে হুহু করে বাড়ছে জলস্তর। রাজ্যের বন্যা পরিস্থিতি আসলে ‘ম্যান মেড’। এ কথা অনেক বার শোনা গিয়েছে মমতার গলায়। বছর দুয়েক আগে হাওড়ার উদয়নারায়ণপুরেও মমতা একই কথা বলেছেন। ২০০০ সালে রাজ্য জুড়ে বন্যার পর মমতা বলেছিলেন ‘ম্যান মেড’। ফারাক একটাই, তখন তিনি ছিলেন বিরোধী নেত্রী। আর এখন রাজ্যের মুখ্যমন্ত্রী।

{link}

সোমবার সমাজমাধ্যমেও ‘ম্যান মেড’ বন্যার কথা বলেছিলেন মমতা। দামোদরের জলে প্লাবিত হুগলির বেশ কিছু এলাকা। পুরশুড়ার বেশ কিছু জায়গায় জলবন্দি হয়ে পড়েছেন মানুষজন। বেশ কিছু বাড়িতে জল ঢুকে গিয়েছে। হুগলির একাধিক গ্রাম জলের তলায়। স্থানীয় সূত্রে খবর, কয়েক হাজার মানুষ জলবন্দি হয়ে পড়েছেন। জলের তলায় হাজার হাজার বিঘা চাষের জমি। মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে সকলেই খুবই খুশি।

{ads}

 

News Breaking News Mamata Banerjee Arambag সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article