শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : আজ রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে শুরু হয়ে যাচ্ছে বাজেট অধিবেশন। বুধবার অর্থমন্ত্রী পেশ করবেন বার্ষিক পূর্ণাঙ্গ বাজেট। আর তার মধ্যেই বিধায়কদের নিয়ে আলোচনায় বসলেন মমতা। নরমে ও গরমে তিনি বিধায়কদের বার্তা দিলেন। সংগঠন নতুুন করে ঢেলে সাজানোর কাজও শুরু হল এখান থেকেই। সম্প্রতি বিধায়কদের যেভাবে নিজেদের বেলাগাম মন্তব্যের জেরে বিতর্কের পর বিতর্কে জড়িয়ে পড়ছেন, তা নিয়ে কড়া বার্তা দিলেন মমতা (Mamata Banerjee)।
{link}
চার বিধায়কের নাম করেই বললেন, ”বারবার ভুল করলে ছাড়া যায় না। বারবার ক্ষমা করা যায় না।” যদিও তিনি খুবই নরম প্ৰিয় বালুর প্রতি। তিনি জানান, বালুর কোনো অপরাধ প্রমাণ করতে পারে নি। শুধু শুধু তাকে এতদিন আটকে রাখা হয়েছিল। সম্প্রতি দলের বিরুদ্ধে একাধিক লাগামহীন মন্তব্য করতে শোনা গিয়েছে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে। দল সতর্ক করার পরও তিনি স্বমহিমায় মগ্ন। এছাড়া অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী, কামারহাটির মদন মিত্র, দিনহাটার উদয়ন গুহর মন্তব্য নিয়েও বিতর্কের শেষ নেই। সোমবার পরিষদীয় দলের বৈঠকে এই চারজনকে সতর্ক করলেন তিনি।
{link}
সূত্রের খবর, নাম করে করে বলেন, ”একবার ভুল করলে মাফ করা যায়, বারবার ভুল করলে ছাড়া যায় না। এই যে মদন, ভুল করেছিল। আবার আমার কাছে ক্ষমা চেয়ে নিয়েছে।” এঁদের কয়েকজনকে সতর্ক করতে গিয়ে কিছুটা ভর্ৎসনা করলেও মুখ্যমন্ত্রীর গলায় রেশন দুর্নীতি মামলায় জামিনে মুক্ত প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দরাজ প্রশংসা শোনা গেল। এখন সকলেই তাকিয়ে আছে বুধবার আর্থিক বাজেটের দিকে। দুটি বিষয় আলোচনায় উঠে এসেছে - রাজ্যসরকারি কর্মচারীদের ডিএ ও লক্ষ্মীর ভান্ডার কতটা বাড়ছে!
{ads}