শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : ভোট যে বড়ো বালাই। সামনে বছর বিধানসভা নির্বাচন। স্বাভাবিক কারণেই দু'হাত খুলে অনুদান বাড়িয়ে চলেছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। গত বছর ৮৫ হাজার টাকা অনুদান ঘোষণা করেছিলেন তিনি। এবার একধাক্কায় অনেকটা বাড়ল ক্লাব প্রতি সেই অনুদানের পরিমাণ। ২৫ হাজার টাকা বাড়িয়ে ১ লক্ষ ১০ হাজার টাকা অনুদানের কথা ঘোষণা করে দিলেন মমতা। মহালয়ার আগে থেকেই পুজো উদ্বোধন করতে শুরু করবেন মুখ্যমন্ত্রী। সেই সময় থেকেই পুলিশকে সতর্ক থাকতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
{link}
মমতা বলেন, “অনেকে বলে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি পুজো করতে দেয় না। ঘরে ঘরে পুজো হয়। এমন পুজো নেই যা বাংলায় হয় না। কেউ কেউ তো কোর্টে চলে যায়। বলে, কেন পুজোর জন্য সাহায্য করা হবে! আরে এটা তো একটা উৎসব। পুজোর জন্য কত মানুষ রোজগার করে। পাড়ার ছেলেমেয়েরা ঘরের কাজ ছেড়ে পুজো সফল করার কাজে মন দেন।” মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী ৫ অক্টোবর হবে দুর্গা পুজোর কার্নিভাল। তিনদিন ধরে বিসর্জনের সময় পাবেন কর্মকর্তারা। পুলিশকে নিরাপত্তা নিয়ে নির্দেশ দিয়েছেন তিনি। মমতা বলেন, “পুলিশের সঙ্গে সমন্বয় থাকবে।
{link}
বাসস্ট্যান্ড-ফেরিঘাটে নজরদারি চলবে, মোবাইল পেট্রলিং, ওয়াচ টাওয়ার, কন্ট্রোল রুম- ২৪ ঘণ্টা খোলা রাখতে হবে। আমিও সারারাত জেগে নজর রাখি।” মুখ্যমন্ত্রী বলেন, “এমন কোনও থিম করবেন না, যাতে পদপিষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হয়। ভিড় টানতে গিয়ে যেন মানুষের জীবন না যায়। ভিড়ের কম্পিটিশন করবেন না। স্ট্যাম্পেড না হয়। ববি, অরুপ আর সুজিতের পুজো দেখাতে হবে কেন! বাকিদেরটাও দেখান।” মোট ৪৫,০০০ ক্লাবের পুজো হয় বলে জানিয়েছেন মমতা।
{ads}