header banner

CM : জনসংযোগ বাড়াতে দার্জিলিং ম্যালে প্রাতঃভ্রমণে মমতা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ভোট যে বড়ো বালাই। আর মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee) যে বাংলার অন্যতম ভোট-ক্যাচার তা শত্রুও স্বীকার করবে। তাই আজ ভোরে উঠেই মমতা হাঁটতে চলে গেলেন ম্যালে। বিধানসভা উপনির্বাচনের আবহে গতকাল সোমবার তিনদিনের দার্জিলিং (Darjeeling) সফরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিং শহরে এসে প্রত্যেকবারই সব জায়গা ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী।

{link}

এবার জনসংযোগ করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে পড়েন। আজ মঙ্গলবার প্রাতঃভ্রমণে বেরিয়ে নেহরু রোড দিয়ে ম্যালে ওঠার পথে বিশ্ববাংলার স্টল ঘুরে দেখেন তিনি। এই প্রাতঃভ্রমণে বেরিয়ে কথা বললেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। শুনলেন তাঁদের অভাব–অভিযোগ। আশ্বাস দিলেন সমাধানের। তাঁকে পেয়ে খুব খুশি সাধারণ মানুষেরা। ঘুরতে ঘুরতে তিনি পৌঁছে যান কয়েকটি শীতবস্ত্রের দোকানে।

{link}

তাদের সঙ্গে কথা বলেন। জেনে নেন জিনিসপত্রের দাম। পাহাড় সফরে এসে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকবারের মতো আজ মঙ্গলবারও সকালে জনসংযোগে বের হন মুখ্যমন্ত্রী। সকাল সাড়ে ১০টা নাগাদ মুখ্যমন্ত্রী রিচমন্ড হিল থেকে বেরিয়ে ম্যালের উদ্দেশ্যে হাঁটতে থাকেন। পথে সাধারণ মানুষ ও পর্যটকদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন তিনি। হাত মেলান কচিকাঁচাদের সঙ্গে। স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী পাহাড় সফরে এলেই একবার সামনে দেখতে পাহারবাসীরা মুখিয়ে থাকেন। এখন দেখার আগামী ভোটের এর কতটা প্রভাব পরে।

{ads}

News Breaking News Mamata Banerjee West Bengal CM TMC Politics Politician সংবাদ

Last Updated :