header banner

এ খুনির শাস্তি নেই

article banner

হাওড়ার বাগনানে চন্দনাপাড়া গ্রামে একটি বিষধর সাপ বেড়িয়ে পড়ে, প্রত্যক্ষদর্শীদের মতে সেটি একটি চন্দ্রবোড়া সাপ ।সাপটি একটি পূর্ণবয়স্ক সাপ ।স্বাভাবিক ভাবে গ্রামবাসীদের মনের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় । তারপরে সাপ টিকে পিটিয়ে মারা হয় । স্বাভাবিক ভাবে এই হত্যার বিরুদ্ধে সরব হয়ে যায় সর্পবন্ধু কর্মীরা ।

গত এক বছরের বেশী সময় ধরে এলাকার মানুষকে সাপ না মারার জন্য প্রচার করছেন সর্পবন্ধু কর্মীরা । গ্রামেগঞ্জে ঘুরে ঘুরে বিষধর সাপ উদ্ধার করে দীর্ঘদিন ধরে সেই সাপ তুলে দিচ্ছেন বন কর্মীদের হাতে । সাপ আমাদের বন্ধু । প্রকাশ্যে দিবালোকে এরকম একটা সাপকে পিটিয়ে মারার জন্য ক্ষুব্ধ বনকর্মীরা। {ads}

man killed snake Bagnan howrah howrah news howrah news bengali howrah news live howrah news today howrah news today bengali howrah news today live

Last Updated :