header banner

Flood Situation : 'ম্যান মেড বন্যা' এবার কলকাতার মেয়েরের মুখে

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ম্যান মেড বন্যা (Man made flood) শব্দটা বিরোধী দোলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রথম ব্যবহার করেন বাম আমলে। সেটাই আবার নিয়ে আসলেন সাম্প্রতিক বন্যা প্রসঙ্গে। আর কলকাতা পৌরসভার অধিবেশনে সেই কথাই শোনা গেলো মেয়র ফিরহাদ হাকিমের মুখে। গঙ্গার পাড় ভাঙন এবং জল স্তর কমে যাওয়া নিয়ে অধিবেশনে প্রস্তাব নিয়ে আসেন তৃণমূল কাউন্সিলার বিশ্বরূপ দে।

{link}

সেই প্রস্তাবের সমর্থনে তৃণমূল কাউন্সিলর রত্না শূর বলেন, কুঁদঘাট (Kundghat) এবং টালিগঞ্জে (Tollygunge)গঙ্গার জল ড্রেজিং এর জন্য আশপাশের বাড়িতে ভাঙন দেখা দিচ্ছে। তা নিয়ে উদ্বেগও প্রকাশ করেন তিনি। সেই প্রস্তাব পর্বে বক্তব্য রাখতে উঠে মেয়র ফিরহাদ হাকিম বলেন, “সামান্য কয়েকদিন আগে গঙ্গায় বাণ এসেছে, তাতেই এখানকার মানুষের ত্রাহি ত্রাহি রব। ভাবুন তো যারা দীর্ঘদিন ধরে বন্যায় প্লাবিত হয়ে ভিটে ছাড়া হয়ে পড়ে রয়েছেন। সেই মানুষগুলোর কি অবস্থা।” এর পরেই তিনি এক হাত নেন ডিভিসিকে।

{link}

তিনি বক্তব্য রাখতে উঠে বলেন,"ডিভিসির (DVC) জল ছাড়ার কারণে রাজ্যের বিভিন্ন জেলা প্লাবিত। এটা ম্যান মেড বন্যা। যেভাবে বাঁধের জল ছেড়ে দেওয়া হয়েছে, তাতে অনেকগুলো জেলা ডুবে গিয়েছে।” এর পরে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন,"মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে বলছেন, জল না ছাড়ার জন্য এভাবে। তারপরেও জল ছাড়ায় সম্পূর্ণ ডুবে গিয়েছে একাধিক গ্রাম। মানুষ অসহায় এবং দিশাহারা হয়ে বিভিন্ন জায়গা অস্থায়ীভাবে থাকছেন।"

{ads}

News Breaking News Man made flood West Bengal CM Mamata Banerjee Politics Politician flood Situation Kundghat Tollygunge সংবাদ

Last Updated :