header banner

প্রায় ৫৪ লক্ষের বেশি টাকা তছরুপের অভিযোগে গ্রেফতার বালি জুটমিলের ম্যানেজার

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: প্রায় অর্ধ কোটি টাকারও বেশি তছরুপের অভিযোগ। সেই অভিযোগেই সুরাত থেকে গ্রেফতার বালি জুটমিলের ম্যানেজার। ধৃত ম্যানেজারের নাম দীপক কুমার জৈন (৪০)। মঙ্গলবার তাকে তোলা হলো হাওড়া আদালতে। প্রায় ৫৪ লক্ষের বেশি টাকা তছরুপের অভিযোগে  বালি জুট মিলের ওই ম্যানেজারকে গ্রেফতার করেছে হাওড়া সিটি পুলিশের বালি থানা। অভিযোগ পেয়ে তদন্তে নেমে সাব ইন্সপেক্টরের নেতৃত্বে বালি থানার পুলিশের একটি দল সোমবার গুজরাট থেকে গ্রেফতার করে তাঁকে।

{link}

পুলিশ সূত্রে জানা গিয়েছে তিনি বালি জুট মিলের ম্যানেজার ছিলেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ ম্যানেজার হিসেবে মিল থেকে ৫৪ লক্ষ ৯৩ হাজার ৪৬৪ টাকা তছরুপ করেন। এই ব্যাপারে মিলের পক্ষ থেকে বালি থানায় অভিযোগ জানানো হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বালি থানা। সেই মতো গুজরাটের সুরাতে তাঁর বাড়িতে হানা দেয় বালি থানার পুলিশ। সেখান থেকেই  গ্রেফতার করা হয় তাঁকে। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৮১/৪০৬/৪২০/৫০৬ ধারায় মামলা রুজু করা হয়েছে। 

{ads}

news Bally Jute Mill corruption arrested West Bengal সংবাদ

Last Updated :