header banner

Purulia : দুর্গাপুজোকেও টক্কর দেয় মনসা পুজো

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : পুরুলিয়া (Purulia) জেলার অন্যতম উৎসব মনসা পুজো (Manasa Puja)। যত দিন যাচ্ছে পুজোর এই পুজোর জৌলুস ততোই বাড়ছে। এবার মহা ধুমধাম করে সোমবার সম্পন্ন হলো মনসা পুজো। তিনদিন ধরে চলা এই পুজোর শেষ দিন ছিল সোমবার পান্না উৎসব। জঙ্গলমহলের প্রান্তিক মানুষদের কাছে লোকদেবী মনসার বন্দনা অন্য মাত্রা পায়। তাঁদের বিশ্বাস, দেবীকে তুষ্ট রাখলে সর্পদংশনের ভয় কমে যায় অনেকখানি।

{link}

ভক্তি পরম্পরায় চলে আসছে এই পুজো। বিভিন্ন মন্দির তো বটেই, প্রায় প্রতি গৃহস্থের বাড়িতেই পুজো হয়। জেলার মানুষদের কাছে অনেকখানি আবেগের এই পুজো। সেই কারণেই এই পুজোয় অঘোষিত বনধ হয় পুরুলিয়ায়। এটা আসলে নতুন কিছুই নয়! জঙ্গলমহল পুরুলিয়ার মনসা পুজোর চিত্রটা প্রত্যেক বছর এইরকমই থাকে। এই পুজো ঘিরে কার্যত বনধের চেহারা নেয় গোটা জেলা। শহর থেকে গ্রাম, সর্বত্র একই চিত্র।

{link}

পুরুলিয়া জেলায় ৩ দিন ব্যাপী মনসা পুজো পালিত হয়। সোমবার এই পুজোর পান্না উৎসব। এই ৩ দিন দোকানপাট কিছুটা কম খোলা থাকলেও পান্নার দিন একেবারে বনধের চেহারা নেয় গোটা জেলা। এই বিষয়ে পুরুলিয়া শহরের বাসিন্দারা বলেন, পুরুলিয়ার ঐতিহ্যবাহী একটি পুজো হল মনসা পুজো। ‌এই পূজা দুর্গা পুজোকেও হার মানায়। একেবারে উৎসবের চেহারা নেয় সব জায়গা।

{ads}

 

News Breaking News Purulia Manasa Puja সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article