header banner

Malda : শুরু হতে চলেছে মালদায় আমের মেলা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : জেলা প্রশাসনের উদ্যোগে  জুলাই মাসের প্রথম সপ্তাহে শুরু হতে চলেছে জগৎ বিখ্যাত মালদার (Malda) আমের মেলা। তারি প্রস্তুতি হিসেবে জেলা প্রশাসন ভবনে আধিকারীদের নিয়ে বৈঠক। উপস্থিত ছিলেন, মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা শাসক নিতিন সিংহানিয়া, অতিরিক্ত জেলাশাসক পিযুস সালুঙ্খে, উদ্যান পালন দপ্তরের আধিকারিক সামন্ত লায়েক, চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী সহ অন্যান্য আধিকারিকগণ।

{link}

আগামী পাঁচ জুলাই মালদা আম উৎসবের উদ্বোধন করা হবে চলবে সাথেই জুলাই পর্যন্ত অর্থাৎ তিন দিন ধরে চলবে এই মেলা। বিবেকানন্দ স্কুলের (VIVEKANANDA School) পাশের মাঠেই অনুষ্ঠিত হবে এই মেলা। মালদার বিখ্যাত ফজলি, হিমসাগর, ল্যাংড়া, লক্ষণভোগ, আম্রপলি সহ বিভিন্ন প্রজাতির আম এই মেলায় প্রদর্শিত হবে।

{link}

 

এছাড়া আমের তৈরি আচার, আমসত্ত্ব, জেলি সহ বিভিন্ন ধরনের প্রোডাক্ট এই মেলায় বিক্রির ব্যবস্থা থাকবে। পাশাপাশি আমের তৈরি সুস্বাদু রসগোল্লা, বিভিন্ন ধরনের মিষ্টি, পায়েস পাওয়া যাবে। ৩০টিরও বেশি স্টল থাকছে এই উৎসবে। এই আম মেলাকে ঘিরে স্থানীয় মানুষজনের মধ্যে প্রতিবছরই যথেষ্ট উৎসাহ দেখা যায়।

{ads}

News Breaking News West Bengal Malda Mango fair VIVEKANANDA School Rasgolla variety sweets pies stall সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article