header banner

রাতারাতি উধাও ১৫বিঘা জমিতে থাকা বহু আম গাছ, চাঞ্চল্যকর ঘটনা চুচুঁড়ায়

article banner

নিজস্ব সংবাদদাতা, হুগলী: হঠাতই এলাকার এক বাসিন্দার কানে আসে গাছ কাটার শব্দ। শুনে শব্দের উৎস খুঁজতে গিয়ে কার্যত চমকে ওঠেন তিনি। কেটে ফেলা হয়েছে বিঘার পর বিঘা জমির গাছ। সম্পূর্ন ধূলিসাৎ হয়ে গিয়েছে একটি আম বাগান। শুধু গাছ নয়, কেটে নেওয়া হয়েছে মাটিও। ভয়াবহ এই ছবি দেখে বিধায়ক কে খবর দেন স্থানীয় এক যুবক। গাছ কাটার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বিধায়ক। পৌঁছেই চক্ষু চড়ক গাছ বিধায়কেরও। 

{link}
বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে পোলবা থানার অন্তর্গত রাজহাট নন্দীপুরে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আজ পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় বিধায়ক অসিত মজুমদার। প্রায় ১৫বিঘা জমিতে থাকা বহু  আম গাছ কেটে ফেলা হয়েছে। বিধায়ক পুলিশ এবং ভূমি ও ভূমি সংস্কার দফতরের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। সম্পূর্ন বিষয়টির সাথে কে বা কারা জড়িত তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। পরিবেশের এহেন ক্ষতি যে একেবারেই গ্রহনযোগ্য নয়, তা স্পষ্টতই উল্লেখ করা হচ্ছে প্রশাসন ও স্থানীয়দের তরফে। 
{ads}

news trees polution West Bengal সংবাদ

Last Updated :