header banner

খোঁজ নেই মানিকের, বাড়িতে লুক আউট নোটিশ পড়ার সম্ভাবনা, আরও কড়া হতে পারে ED

article banner

নিজস্ব সংবাদদাতাঃ প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের বাড়িতে পড়তে চলেছে লুক আউট নোটিশ? জোরদার হয়ে উঠেছে সেই সম্ভাবনাই। নোটিশ দিতে বৃহস্পতিবার সকালেই আধিকারিকেরা কল্যাণী বিএসএফ ক্যাম্প থেকে কালীগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয় বলে সূত্রের খবর। গতকাল রাতে দুটি গাড়িতে করে ইডি আধিকারিকেরা কল্যাণী বিএসএফ ক্যাম্পে আসে। আজ সকালে ইডির একটি গাড়ি কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় এবং একটি গাড়ি কৃষ্ণনগরের উদ্দেশ্যে। এখন দেখার বৃহস্পতিবারেই সেই নোটিশ পড়ে কি না।

{link}
প্রাক্তন পর্ষদ সভাপতি তথা পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক মানিক ভট্টাচার্যের পৈত্রিক ভিটে ঘোড়াই ক্ষেত্র গ্রামে রয়েছে। সেই বাড়িতেই ইডি লুকআউট নোটিশ ধরাতে পারে বলে অনুমান। যদিও মানিক ভট্টাচার্যের বাড়ি তালা বন্ধ অবস্থায় রয়েছে। মানিক ভট্টাচার্য কোথায়, তাও জানেন না অনেকেই। আশেপাশের লোকজন কেউ এ বিষয়ে মুখ খুলছেন না। কিংবা বলা চলে খুলতে ইচ্ছুক নন! কোথায় মানিক ভট্টাচার্য? জানে না এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। যাদবপুরের ফ্ল্যাট, নদিয়ার বাড়িতে হদিশ নেই প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির। এবার কী করবে ইডি। সে বিষয়ে আইনি পরামর্শ নিতে বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে ইডির আধিকারিকরা। ইডির আইনজীবীদের সঙ্গে আলোচনা সারছেন তাঁরা। শোনা যাচ্ছে, মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারে ইডি। হাই কোর্টের দ্বারস্থ হতে পারে তারা।
{ads}

news TET Scam Manik Bhattacharya ED West Bengal সংবাদ

Last Updated :