header banner

SSC Result News: ইন্টারভিউয়ে ডাক পেলেন না আন্দোলনকারীদের অনেকেই! কী প্রতিক্রিয়া তাদের?

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: শনিবার প্রকাশিত হয়েছে SSC র ইন্টাভিউ এর তালিকা। সেই তালিকা প্রকাশের পরেই কিছুটা আশা আবার কিছুটা হতাশা জড়িয়ে ধরেছে আন্দোলনকারীদের। প্রায় ২০ হাজার অধিক প্রার্থী উত্তীর্ণ হয়েছেন এই পরীক্ষায়। নতুন করে চোখের সামনে আলোর দিশা দেখতে পেয়েছেন বহু চাকরি হারানো প্রার্থীই। কিন্তু দুর্নীতির বিরুদ্ধে পথে-ঘাটে তাঁদের আলো দেখাল যে চাকরিপ্রার্থীরা, আজ তাঁদের কী হাল? হাতে গোনা কয়েকজন আন্দোলনকারীর নাম অবশ্য আছে ওই তালিকায়। হাতেগোনা কয়েকটা নাম। সুমন বিশ্বাস, চিন্ময় মণ্ডল, মেহবুব মণ্ডল ও মেয়েদের মধ্যে সঙ্গীতা সাহা। আন্দোলনের অন্যতম মুখ এরা। দিন হোক বা রাত, করুণাময়ীতে বিকাশ ভবনের সামনে সর্বক্ষণই দেখা গিয়েছে এঁদের। এই প্রসঙ্গে তারা কি বলছেন? জেনে নিন- 
 

চিন্ময় মণ্ডল- এই একাদশ-দ্বাদশের তালিকায় জায়গা করে নিতে পারেননি চিন্ময় মণ্ডল। এদিন তিনি বলেন, ‘আশানুরূপ ফল হয়নি। তিন নম্বরের জন্য কাট অফ পেরতে পারলাম না। তবে নবম-দশমটা এখনও রয়েছে। দেখি, কী হয়।’

সুমন বিশ্বাস -এই তালিকায় নাম নেই চাকরিহারানো শিক্ষক সুমন বিশ্বাসেরও। তবে তাতে নিরাশ নন তিনি। তাঁর কথায়, ‘আমার নাম আসেনি। আর আমি তো নবম-দশম শ্রেণির শিক্ষক ছিলাম। তবে এই তালিকায় বহু যোগ্য শিক্ষকের নাম আসেনি।

{link}

মেহবুব মণ্ডল- এই তালিকায় নাম উঠেছে মেহবুব মণ্ডলের। আপাতত ভেরিফিকেশনের জন্য ডাক পেয়েছেন তিনি। তথ্য যাচাইয়ের পর হবে ইন্টারভিউ। তবে জীবনের এই পর্বে অন্য যোগ্য শিক্ষকদের হয়েই সওয়াল তুলছেন মেহবুব।

সঙ্গীতা সাহা- এই তালিকায় নাম তুলেছেন সঙ্গীতাও। রাত জাগা পরিশ্রমের ফল পেলেও তিনি খুশি নন, উচ্ছাস নেই তাঁর। সঙ্গীতার কথায়, ‘বিনা দোষে একটা অসম পরীক্ষায় বসেছি। আমাদের কোনও অপরাধ ছিল না। কিন্তু তাও আমাদের এই জায়গায় ঠেলে পাঠানো হয়েছে।

{ads}

SSC Exam Result SSC Recruitment Bengali News West Bengal News SSC Interviews SSC Protest SSC News Today সংবাদ এসএসসি পরীক্ষার ফলাফল

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article