শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : টানা বর্ষণের কারণে ফের জলমগ্ন হয়ে উঠেছে পুরুলিয়া (Purulia) জেলার বিভিন্ন প্রান্ত। বিশেষ করে গ্রামাঞ্চলের অবস্থা একেবারে দুর্বিষহ হয়ে উঠেছে। কোথাও বৃষ্টির কারণে দেওয়াল ধসে পড়তে দেখা যাচ্ছে আবার কোথাও বৃষ্টির জল বের করতে ঢালাই রাস্তা কাটা হচ্ছে। একেবারে জর্জরিত হয়ে পড়েছে জেলাবাসী।
{link}
পুরুলিয়া শহরের পাশাপাশি বরাবাজার ব্লকের অবস্থাও খুবই করুণ। বাড়ি,ঘর , মন্দির, দোকান , স্কুল বিভিন্ন জায়গাতেই জল ঢুকে গিয়েছে। একাধিক জায়গায় ধ্বসে গিয়েছে বাড়ি। চরম দুর্ভোগের মধ্যে দিয়ে দিন কাটাতে হচ্ছে শহরবাসীদের। এই বিষয়ে বরাবাজার রাজা পাড়া এলাকার বাসিন্দা ময়না সিংহ দেব বলেন, খুবই সমস্যার মধ্যে রয়েছেন তিনি।
{link}
ঝড় বৃষ্টির কারণে বাড়ি ভেঙে গিয়েছে তার । সরকারি ভাবে তিনি কোনও বাড়ি পাননি। স্বামী ও শ্বশুর মারা গিয়েছেন। এক সন্তান নিয়ে কোনওরকমে দিন কাটে তার। এই অবস্থায় মাথার ছাদ টুকু চলে যাওয়ায় খুবই কষ্টের মধ্যে পড়েছেন তিনি। সরকারের কাছে সহযোগিতার আশ্বাস চেয়েছেন তিনি।
{ads}