header banner

Purba Bardhaman : বেআইনী ভাবে তৈরি হচ্ছে একাধিক বালি খাদান

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ ব্লকের বিভিন্ন এলাকায় রয়েছে একাধিক বেআইনী বালি খাদান। এমনকি বালি খাদে নেট ব্যাবহারেও নেই কোনো অনুমতি।রাজ্য সরকারের নিয়ম কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে রমরমিয়ে চলছে বালি খাদ গুলো।যার ফলে রাজস্ব আদায়ে চরম ক্ষতি হচ্ছে রাজ্য সরকারের।নেটের মাধ্যমে দামোদর নদ থেকে বালি তোলার ফলে নদীর জলে তলিয়ে গিয়ে মৃত্যুর ঘটনা ঘটছে প্রায়শই। পাশাপাশি মেশিনের সাহায্যে নেটের মাধ্যমে বালি তোলার ফলে বালতি কাটিং করে বালি তোলারও সমস্যায় পড়তে হচ্ছে লেবার দের।নৌকা চালকদের অভিযোগ দামোদর নদে মেশিনের সাহায্যে বালি তোলার কোনো নিয়ম নেই তবুও এক শ্রেণীর লোক রাতের অন্ধকারে বালি খাদে মেশিন লাগিয়ে বালি তুলছে।নেট সরনোর কথা বলতে গেলে নেট মালিকের লোকজন নৌকার লেবারদের উপর চড়াও হয়।তাদের মারতে আসে।এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে খন্ডঘোষ থানার পুলিশ।

{ads}

News Politics Politician Election Election 2024 Lok Sabha Election Purba Bardhaman Khandghosh West Bengal Damodar River constructed illegally sand-pits সংবাদ

Last Updated :