মানবতা এখনও যে হারিয়ে যায়নি, তা এখনও চোখের সামনে আসে কিছু মানুষের করা কাজের মাধ্যমে। সম্পূর্ন বিনামূল্যে জামাকপড় সেও আজকের দিনে হয়? সাধারনত বিনামূলে পোশাকের প্রশ্ন উঠলে এইরকমই উত্তর আসবে এখন মানুষের কাছে। কিন্তু সত্যি বাস্তবে তাই হয়েছে, করে দেখিয়েছেন কিছু মানুষ।
সাধারন অন্য পাঁচটা বাড়ীর মতোই একটা বাড়ীর উঠন। সেখানেই লাইলনের তারে টাঙানো অজস্র হ্যাঙারে ঝুলছে শাড়ী, চুড়িদার, প্যান্ট, জামা ছোটদের পোশাক। এক কোনে রাখা রয়েছে কম্বল সহ অন্যান্য শীতের বস্ত্র। সবই সম্পূর্ন বিনামূল্যে, যার যেটা পছন্দ এসে নিয়ে যাচ্ছেন এই বিনামূল্যের পোশাকের বাজার থেকে। সারা ভারত কৃষক সভার আন্টিলা অঞ্চল কৃষক সমিতির উদ্যোগে উলুবেড়িয়ার একটি গ্রামে বসেছিল এই আস্ত বিনামূল্যের বাজার। এলাকার ক্ষুদ্র, প্রান্তিক কৃষক এবং গরীব শ্রমজীবী মানুষদের জন্য বসেছিল এই বাজার। উৎসাহের সঙ্গে বাজারে এসে বস্ত্র সংগ্রহ করতে পেরে আনন্দিত তারাও, সকলেই পছন্দের বস্ত্র নিয়ে বেরিয়ে আসছেন হাঁসিমুখে। আন্টিলা অঞ্চল কৃষক সমিতির পক্ষ থেকে উদ্যোগীদের মধ্যে একজন বিভাব মান্না বলেন এই বাজার থেকে কম্বল সংগ্রহ করেছেন প্রায় ১০০ জন এবং অন্যান্য জামাকাপড় সংগ্রহ করেছেন প্রায় ২৫০ জন। এর আগে আম্ফান পরবর্তি সময়েও এইরকম একইভাবে বস্ত্র বিতরনের অয়োজন করা হয়েছিল বলেও জানিয়েছেন তিনি।
{ads}