শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : ব্যাপারটা অবাক করার মতোই ঘটনা। এর মূলে রয়েছে সেই 'প্রেম'। ঘটনা সূত্রে জানা যাচ্ছে, ছোটবেলা থেকে একে অপরকে ভালোবাসতেন গুজরাটের (Gujarat) বাসিন্দা হর্ষ এবং মৃণু। কিন্তু সমাজের ভয়ে মুখে আনতে পারতেন না সে কথা। আন্তঃবর্ণ বিয়ের কথা ভাবাও অপরাধ ছিল সেকালে। এই অবস্থায় বাধ্য হয়ে এক সময় বাড়ি ছেড়ে পালান ওঁরা।
{link}
বিয়েও করেন। সংসার পাতেন। ছেলেমেয়ে হয়। দায়িত্ববান মা-বাবার মতোই তাঁদের বড় করে তোলেন। সময় তো ম্যাজিক! এর মধ্যেই কেটে গিয়েছে ৬৪ বছর। অবশেষে সম্প্রতি দ্বিতীয়বার সমাজ স্বীকৃত বিয়ে (marriage) সারলেন হর্ষ এবং মৃণু। এবার সমাজ স্বকৃতি দিতে বাধ্য হয়। আজকের বৃদ্ধ ও বৃদ্ধাকে সুখের মুহূর্ত ফিরিয়ে দিল তাঁদের পরিবার। সন্তান ও নাতি-নাতনিরা হর্ষ ও মৃণুর ‘স্বপ্নের বিয়ে’র ব্যবস্থা করেছিল।
{link}
যাঁরা ৬৪ বছর আগে ভালোবাসার টানে বাড়ি ছেড়ে পালিয়েছিলেন। জাত-বর্ণের ঊর্ধ্বে হৃদয়কে জিতিয়ে দিয়েছিলেন। তাঁদের মনে একটাই আক্ষেপ ছিল, আর পাঁচজনের মতো তাঁদেরও যদি ধুমধাম করে সামাজিক বিয়ে হত! সেই ইচ্ছেই পূর্ণ হল সাড়ে ছয় দশক পরে। এবার ধুম-ধাম করে বিবাহ-বন্ধনে আবদ্ধ হলেন বৃদ্ধ দম্পতি। স্বপ্নের সেই বিয়ের ভিডিও ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে।
{ads}