header banner

Siliguri : গাড়িধুরার কাছে জঙ্গলে ভয়াবহ অগ্নিকান্ড

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : শিলিগুড়ি (Siliguri) সংলগ্ন বিভিন্ন জঙ্গলে বেশ কয়েকদিন থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে চলেছে। শিলিগুড়ি থেকে পাহাড়গামী রাজ্য সড়কের গাড়িধুরা (Garidhura) এলাকায় রাস্তার দুপাশে থাকা জঙ্গলে ভয়াবহ অগ্নিকান্ড।

{link}

সোমবার দুপুরে আচমকায় এই জঙ্গলে আগুন দেখতে পায় স্থানীয়রা। জানা যায় আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ওই জঙ্গলে। তবে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বনদপ্তরের প্রায় ১৫ জন কর্মী পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেছে।

{link}

জানা গিয়েছে কার্শিয়াং বন বিভাগের অন্তর্গত বামনপোখড়ি জঙ্গলে রয়েছে বন্য জীবজন্তুরা। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে তাদের প্রাণহানি হতে পারে। তাই আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালাচ্ছে বনদপ্তরের কর্মীরা।

{ads}

News Breaking News Siliguri সংবাদ

Last Updated :