শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : স্কুলের প্রধান শিক্ষক তাঁর ছুটি মঞ্জুর করেন নি। অগত্যা অসুস্থ শরীরে তাঁকে ক্লাসে এসে ছাত্রদের অংক করাতে হচ্ছে। বলাঙ্গীর জেলার (Balangir) এক স্কুলের গণিত শিক্ষক প্রকাশ ভোই দাবি করেছেন, গুরুতর অসুস্থ থাকা সত্ত্বেও স্কুলের প্রধান শিক্ষিকা বিজয়লক্ষ্মী প্রধান তাঁকে ছুটি নিতে দেননি। বাধ্য হয়ে তিনি আইভি ড্রিপ নেওয়া অবস্থাতেই স্কুলে যান।
{link}
প্রকাশ ভোই জানান, তাঁর দাদু মারা গিয়েছেন সদ্য। দাদুর শেষকৃত্যের পর তিনি অসুস্থ হয়ে পড়েন এবং বিশ্রামের জন্য ছুটির আবেদন করেন। কিন্তু প্রধান শিক্ষিকা তাঁর অনুরোধ নাকচ করে দেন। ভোই বলেন, 'সরকারি হাসপাতাল দূরে ছিল, আর বেসরকারি হাসপাতালে যাওয়ার মতো টাকা ছিল না। ইউপিআইও কাজ করছিল না। তাই ডাক্তার না দেখিয়েই স্কুলে ফিরে আসতে হয় এবং বিকেল পর্যন্ত কাজ করতে হয়।'
{link}
পরের দিনও ওষুধ খাওয়ার পরও তার অবস্থার উন্নতি হয়নি। ফের ছুটির আবেদন করলে প্রধান শিক্ষিকা তা প্রত্যাখ্যান করেন এবং পরীক্ষার প্রস্তুতির অজুহাত দেখান। কোনও উপায় না পেয়ে ভোই চিকিৎসকের কাছ যান এবং আইভি ড্রিপ নিয়ে সোজা স্কুলে যান। অবশেষে সহকর্মীরা তাঁর অবস্থা দেখে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। এ ঘটনার পর বিষয়টি প্রশাসনের নজরে আসে।
{ads}