header banner

Crime: দুর্গাপুরে অভয়া কান্ডের ছায়া! গণধর্ষণের শিকার ভিনরাজ্যের ডাক্তারি পড়ুয়া

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: এক গভীর অন্ধকারের মধ্য দিয়ে চলেছে বর্তমান সমাজ। এক নৈরাজ্যের অবস্থা। অভয়া কাণ্ডের পরে ফের গণধর্ষনের শিকার হলেন এক ডাক্তারি পড়ুয়া। তিনি ভিনরাজ্যের বাসিন্দা ছিলেন বলেও জানা গিয়েছে। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, দুর্গাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজে ভিন রাজ্যের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। অভিযোগ বেশ কয়েকজন যুবকের বিরুদ্ধে। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছে কলেজ কর্তৃপক্ষ। পরিবার সূত্রে খবর, শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ ওই পড়ুয়া কলেজের বাইরে বেরিয়েছিলেন। সেই সময়ই বেশ কয়েকজন যুবক ওই যুবতীর পথ আটকায়। তারপরই তাকে বেসরকারি হাসপাতালের পিছনের দিকের একটি জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। 

{link}

এই ধরণের নির্মম ঘটনায় স্তম্ভিত নাগরিক মহল। কেন মহিলাদের কোনো নিরাপত্তা থাকবে না? এই প্রশ্ন সরব হয়েছে সকলেই। পুলিশ সূত্রে খবর, ওড়িশার জলেশ্বরের বাসিন্দা ওই তরুণী। সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যায় ওই পড়ুয়া তাঁরই এক সহপাঠীর সঙ্গে কলেজের বাইরে ফুচকা খেতে বেরিয়েছিলেন। অভিযোগ, সেই সময় বেশ কয়েকজন দুষ্কৃতি তাঁদের উদ্যোক্ত করতে শুরু করে। কটূ কথা বলতে থাকে। সঙ্গে থাকা বন্ধুকেও তাড়া করে। তখনই তাঁদের ভয়ে পালিয়ে যায় ওই যুবক। সেই সময়ই মেয়েটিকে একা পেয়ে টানতে টানতে পাশে থাকা জঙ্গলে নিয়ে যায় দুষ্কৃতীরা। চলে অকথ্য নির্যাতন। গণধর্ষণের পর ছাত্রীর মোবাইলও কেড়ে নেওয়া বলে অভিযোগ। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ওই ছাত্রী।

{ads}

Rape Crime News Durgapur Rape Case Gang Rape West Bengal Bengali News Crime Story অপরাধ ধর্ষণ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article