header banner

Vote: রাত পোহালেই মেদিনীপুর বিধানসভায় উপনির্বাচন

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  রাত পোহালেই মেদিনীপুর বিধানসভায় উপনির্বাচন, আগের দিন ডিসিআরসি সেন্টার থেকে ভোট কর্মীদের তৎপরতা ও বুথে যাওয়ার চিত্র দেখা গেল। রাজ্যের ৬ বিধানসভার উপ নির্বাচন। এর মধ্যেই রয়েছে ২৩৬ মেদিনীপুর বিধানসভার উপ নির্বাচন। এই নির্বাচন কে কেন্দ্র করে শুরু হয়েছে প্রস্তুতি পর্ব। মেদিনীপুর কলেজ এ ডিসি আর সি সেন্টারে চলেছে ভোট প্রস্তুতি।

{link}

এখান থেকে এই বিধানসভার ৩০৪ টি ভোট কেন্দ্রে রওনা দেবে ভোট কর্মীরা। সকাল থেকেই সেই ততপরতা চোখে পড়ছে। ডিসি-আরসি সেন্টার মেদিনীপুর কলেজ থেকে প্রয়োজনীয় ভোট-সামগ্রী নিয়ে ভোট গ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেওয়া শুরু করলেন ভোট কর্মীরা।মঙ্গলবার বেলা ১২টা নাগাদ মেদিনীপুর কলেজের ডিসি-আরসি সেন্টারে চরম তৎপরতা দেখা গেল।

{link}

উল্লেখ্য যে, মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনে প্রায় ২ লক্ষ ৯২ হাজার ভোটারের ভোটগ্রহণের জন্য জন্য প্রায় ১৮০০ ভোট কর্মী নিয়োগ করেছে নির্বাচন কমিশন। আছেন মহিলা ভোট কর্মীরাও। তাঁদের জন্য বরাদ্দ গাড়িতে করে মঙ্গলবার দুপুর থেকে তাঁরা ভোটগ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিলেন।

{ads}

news breaking news Vote seletion West Bengal Medinipur politics politician সংবাদ

Last Updated :