header banner

Swami Vivekananda : স্বামীজির স্মৃতিতে হাওড়ায় স্মারক দ্বার

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : দিনটি ছিল ১৮৯৮ সালের ৬ই ফেব্রুয়ারি,স্বামীজি তাঁর কয়েকজন শিষ্যসহ তিনটি নৌকা ভাড়ায় নিয়ে আলমপুর মঠ থেকে হুগলি নদী হয়ে  হাওড়া রামকৃষ্ণপুর ঘাটে এসে পৌছোন । নৌকা থেকে নেমে শিষ্য ও ভক্তদের নিয়ে তিনি নবগোপাল ঘোষের বাড়িতে পৌঁছে যান। নবগোপাল ঘোষের আতিথেয়তায় মুগ্ধ হয়ে, তিনি নবগোপাল বাবুকে একটা মূল্যবান বাক্সে রাখা পরমহংসের অস্থির অংশ তার হাতে তুলে দেন । নবগোপালের  স্ত্রীর রান্নায় সন্তুষ্ট হয়ে,স্বামীজি তার  পাগড়ি উপহার হিসেবে দেন। ১০০ বছরেরও বেশি সময় ধরে সেই পাগড়ি সম্মান ও শ্রদ্ধার সঙ্গে পূজিত হচ্ছে ঘোষ বাড়িতে। প্রত্যেক বছর মাঘী পূর্ণিমা তিথিতে ভক্তদের দর্শনের জন্য বের করা হয় । 

{link}

 

স্মৃতির সরণি বেয়ে সেই ঐতহাসিক মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে, রামকৃষ্ণপুর ঘাটের কাছেই  তৈরি হতে চলেছে স্মারক দ্বার। আগামি কাল সকালেই হবে তার শিলান্যাস। অতি দ্রুত গড়ে উঠবে এই স্মারক দ্বার।গর্বিত হাওড়া বাসী । 

{ads}

News Swami Vivekananda Ramkrishnapur Ghat Navagopal Ghosh সংবাদ

Last Updated :