header banner

Bihar : যুবকের পাকস্থলীতে ধাতব অস্ত্র

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  চিকিৎসকেরা বলেন, এটা এক ধরনের মানসিক রোগ (mental illness)। দ্রুত এর মানসিক চিকিৎসা করানো দরকার। ঘটনাটির কেন্দ্রে আছে বিহারের (Bihar) পূর্ব চম্পারণ জেলার (East Champaran) মোতিহারির (Motihari) বাসিন্দা ২২ বছরের যুবক। কি ঘটনা? জানা যাচ্ছে, কিছুদিন আগে তাঁর তলপেটে তীব্র ব্যথা শুরু হয়। পেটের অসুখের ও ব্যথার ওষুধ খেয়েও কাজে হচ্ছিল না।

{link}

এই অবস্থায় পেটে অসহ্য যন্ত্রণা নিয়ে একটি বেসরকারি হাসপাতালে (Private hospital) ভর্তি হন তিনি। এক্সরে এবং ইউএসজি করার পরেই চমকে যান চিকিৎসকরা (Doctors)। তাঁরা বুঝতে পারেন পাকস্থলীতে (stomach) ধাতব কিছু রয়েছে। দ্রুত অস্ত্রপচার করা হয়। তাতেই পেট থেকে বের হয় একটি চাবির রিং, ছোট ছুরি ও নেল কাটার।

{link}

ব্যাপার কি? জেরা শুরু করে চিকিৎসকেরা। এর পরে সামনে আসে সেই ভয়ঙ্কর খবর। তার আগে এক্সরে রিপোর্ট দেখে চক্ষু চড়কগাছ হয় চিকিৎসকদের। এমনটাও সম্ভব?আসলে এক ধরনের মানসিক অসুস্থতার শিকার ওই যুবক। জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, তিনি কিছুদিন ধরে ধাতব বস্তু গিলে খেতে শুরু করেছিলেন। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত ভালো আছেন যুবক। ধীরে ধীরে তাঁর স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। তবে দ্রুত তার মানসিক চিকিৎসা করানো দরকার।

{ads}

News Breaking News mental illness Private hospital X-ray USG Doctors stomach East Champaran Bihar Motihari Metal weapon সংবাদ

Last Updated :