header banner

Mid-day meal : আবারও বাড়ল মিড ডে মিলের বরাদ্দ

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : যদিও নভেম্বর মাসে একবার মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধি পেয়েছিল। তারপরে আবার বাড়ানো হলো। বাজারে জিনিসপত্রের দাম বেড়েছে অনেক। সেই তুলনায় এই বৃদ্ধি যথেষ্ট কম বলেই মনে করছেন অনেকে। প্রাথমিক এবং উচ্চপ্রাথমিকে মাথাপিছু যথাক্রমে ৫৯ পয়সা এবং ৮৮ পয়সা বৃদ্ধি করা হয়েছে বলে খবর।

{link}

ইতিমধ্যেই কেন্দ্রের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তবে এই নির্দেশ লাগু হবে ১ মে থেকে। গত নভেম্বরে মিড ডে মিলের বরাদ্দ বাড়িয়েছিল কেন্দ্র। প্রাথমিকে বেড়েছিল ৭৪ পয়সা, উচ্চ প্রাথমিকে বেড়েছিল ১ টাকা ১২ পয়সা। তা নিয়ে সুর চড়িয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও (Bratya Basu)। জানা গিয়েছে, প্রাথমিক এবং উচ্চপ্রাথমিকে মাথাপিছু যথাক্রমে ৫৯ পয়সা এবং ৮৮ পয়সা বৃদ্ধি করা হয়েছে। ফলে বাল ভাটিকা ও প্রাথমিকে মাথাপিছু বরাদ্দ বেড়ে হল ৬ টাকা ৭৮ পয়সা। আর উচ্চপ্রাথমিকে হল ১০ টাকা ১৭ পয়সা। তবে এই সামান্য বৃদ্ধিতে খুশি নয় শিক্ষামহলের একাংশ।

{link}

তাঁদের দাবি, এই সামান্য বৃদ্ধির সে অর্থে কোনও প্রভাবই পড়বে না। আদতে শিশুদের কোনও লাভই হবে না। উল্লেখ্য, ২০২৪ এর আগে ২০২২-এর ১ অক্টোবর বরাদ্দ বৃদ্ধি করেছিল কেন্দ্র। বাড়িয়ে প্রাথমিকে ৫.৪৫ টাকা এবং উচ্চ প্রাথমিকে ৮.১৭ টাকা করা হয়েছিল। দীর্ঘ দাবির জেরে তার ২৬ মাস পর গত নভেম্বরে বেড়েছিল বরাদ্দ। অগ্নিমূল্য বাজারের কারণে পাঁচ মাসের মাথায় ফের বাড়ল বরাদ্দ। মিড ডে মিলের মূল লক্ষ্য শিশুদের মুখে কিছুটা প্রোটিন তুলে দেওয়া। এই সামান্য বৃদ্ধিতে সেটা কতটা সম্ভব হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে।

{ads}

 

News Breaking News Bratya Basu Mid-day meal সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article