শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : পহেলগাঁওয়ের (Pahalgam) পর আরও বেশ কয়েকটি পর্যটনকেন্দ্রে জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে। গোয়েন্দা বিভাগের থেকে এমন খবর পেয়েই পর্যটনকেন্দ্র বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কাশ্মীর সরকার। উল্লেখ্য, গত মঙ্গলবারই পহেলগাঁওয়ে নৃশংস হামলা চালিয়েছিল জঙ্গিরা। তার এক সপ্তাহের মধ্যেই সন্ত্রাসের কোপ পড়ল কাশ্মীরের পর্যটন শিল্পে।
{link}
পুলওয়ামার পর জম্মু ও কাশ্মীরের মাটিতে সবচেয়ে বড় জঙ্গি হামলার ঘটনা ঘটেছে গত মঙ্গলবার। বিকেলে পহেলগাঁওয়ে এক রিসর্টে পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। রীতিমতো ধর্মীয় পরিচয় দেখে দেখে হামলা চালানো হয়েছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। স্থানীয় সূত্রের দাবি, জঙ্গিরা এসেছিল সেনার পোশাক পরে। সব মিলিয়ে ৪০ রাউন্ড গুলি চলেছে। প্রথমে হামলার দায় নিলেও পরে তা অস্বীকার করে লস্করের ‘ছায়া’ দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। তবে পহেলগাঁও হামলাতেই শেষ নয়, কাশ্মীরজুড়ে আরও বড়সড় হামলার ছক কষছে জঙ্গিরা! এমন চাঞ্চল্যকর তথ্য জানতে পেরেছেন গোয়েন্দারা।
{link}
যেহেতু একের পর এক জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, তার পালটা আরও বড়সড় আঘাত হানার ছক কষছে সন্ত্রাসবাদীরা। এবারও তাদের নিশানায় থাকছে বাছাই করা পর্যটকরা। জঙ্গিরা আরও বড় মাপের হামলা করে গুরুতর আঘাত আনতে চাইছে কাশ্মীর তথা গোটা দেশের উপর। এহেন পরিস্থিতিতে ইতিমধ্যেই অ্যান্টি ফিদায়েঁ স্কোয়াড নামিয়েছে কাশ্মীর পুলিশ। সেইসঙ্গে কাশ্মীরের ৮৭টি পর্যটনকেন্দ্রের মধ্যে ৪৮টিই বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কাশ্মীর সরকার। গুলমার্গ, সোনমার্গ, ডাল লেকের মতো জনপ্রিয় জায়গাগুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা।
{ads}