শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : পহেলগাঁও কাণ্ডের পরে পাকিস্তানের মদতপুস্ট জঙ্গিরা (Pakistani militants) আবার নতুন হামলার পরিকল্পনা করছে - এমন খবর পেয়েছে ভারতীয় গোয়েন্দা বিভাগ। এই খবর পাওয়া মাত্রই নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। গোয়েন্দা সূত্রেই খবর মিলেছে যে শ্রীনগরের সেন্ট্রাল জেল ও জম্মুর কোট বালওয়াল জেলে হামলা চালানোর ছক কষছে জঙ্গিরা।
{link}
এই জেলগুলিতে বেশ কিছু হাই-প্রোফাইল জঙ্গি ও স্লিপার সেলের সদস্যরা বন্দি রয়েছে। জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলায় এরাই যাবতীয় রসদ দিয়ে, তথ্য সংগ্রহ করে এবং আশ্রয় দিয়ে মদত দিত। তারা জেলবন্দি থাকায় জঙ্গিদের সেনার চোখে ধুলো দিয়ে গতিবিধি চালাতে সমস্যা হচ্ছে। তাই সরাসরি জেলেই হামলা চালিয়ে জঙ্গি ও স্লিপার সেলের সদস্যদের মুক্তি দেওয়ার পরিকল্পনা করছে।
{link}
গোয়েন্দা সূত্রে সতর্কবার্তা পেতেই জম্মু-কাশ্মীরের জেলগুলির নিরাপত্তা বাড়ানো হয়েছে। সিআইএসএফের ডিরেক্টর জেনারেল শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন রবিবার। ২০২৩ সালে সিআরপিএফের হাত থেকে সিআইএসএফের হাতে জম্মু-কাশ্মীরের জেলগুলির নিরাপত্তার দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল। তবে ভারতীয় সেনা বাহিনী সম্পূর্ণ সচেতন। তারা মনে করছে তাদের দৃষ্টি এড়িয়ে একজন মানুষও সেখানে প্রবেশ করতে পারবে না।
{ads}