করোনা থাকুক আর বিশ্বযুদ্ধ ফোঁটা ছাড়া ভাই কি করে লড়বে যুদ্ধক্ষেত্রে ? তাই যত বড় বিপদই আসুক সব বিপদকে জয় করতে ভাই যাবেই আজ বোনের কাছে ভাইফোঁটা নিতে ।
বাঁশদ্রোণীর নবনীড় বৃদ্ধাশ্রমে ভাইফোঁটা নিতে পৌঁছে গেলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি এদিন জানিয়েছেন নিজের বোনদের কাছ থেকে ফোঁটা নিয়ে তিনি এদিন পৌঁছে গেছেন। তবে এ বছর করণা আবহে ভাইফোঁটা হচ্ছে। তাই তিনি এখানে শুধুমাত্র ভাইফোঁটা নেবেন এবং বেশ কিছুক্ষণ সময় কাটাবেন ।তিনি আশা রাখছেন আগামী বছরের মধ্যে সব ঠিক হয়ে যাবে।{ads}