header banner

তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা দুষ্কৃতীদের, চাঞ্চল্য শান্তিপুরে

article banner

নিজস্ব সংবাদদাতা, নদীয়া: গভীর রাতে তৃণমূলের বুথ সভাপতি বাড়িতে হামলা। পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে সকলকে পুড়িয়ে মারার চেষ্টা। স্থানীয়দের তৎপরতায় প্রাণে বাঁচল পরিবারের। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য নদী আর শান্তিপুর থানার ফুলিয়া এলাকায়। তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

{link}
স্থানীয় সূত্রে খবর, ফুলিয়া এলাকার বাসিন্দা সুমন মন্ডল। স্থানীয় তৃণমূলের বুথ সভাপতি তিনি। প্রতিদিনের মতো রাতে পরিবার নিয়ে ঘুমিয়ে ছিল সকলেই। আনুমানিক রাত দুটো নাগাদ সাইকেলের টায়ার বাস্ট হয়। এই আওয়াজ পেয়ে পরিবারের লোকজন উঠে দেখে বাড়ির ভেতরে আগুন জ্বলছে। এরপরই চিৎকার চেঁচামেচি শুরু করলে আশেপাশে এলাকার লোকজন ছুটে আসে। প্রাথমিকভাবে কোনরকমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পরিবারের লোকজনকে উদ্ধার করে বাইরে নিয়ে আসে। 

{link}
আগুন ধরানোর পাশাপাশি গোটা বাড়িতেই পেট্রোল ঢালা হয়। রান্নার ঘরের যে গ্যাস সিলিন্ডার ছিল সেই গ্যাস সিলিন্ডারটি বাস্ট করানোর চেষ্টা করে দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। তবে বুথ সভাপতি সুমন মন্ডল বলেন, তার ব্যক্তিগত কোন কারো সঙ্গে শত্রুতা নেই। রাজনৈতিকভাবেও কখনও কারো সঙ্গে বাক বিতান্ডায় জড়ায়নি তিনি। সেই কারণেই বিরোধীরা এই চক্রান্ত করেছে কিনা সেটাও তিনি বুঝে উঠতে পারছেন না। এলাকাবাসীরও দাবি ওই পরিবারের স্বচক্ষে তারা কখনো কারোর শত্রুতা দেখেননি। তবে ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। এই ঘটনার পেছনে কি রাজনৈতিক শত্রুতা নাকি ব্যক্তিগত শত্রুতা সে বিষয়েও খতিয়ে দেখছে তারা।
{ads}

news Trinamool Congress Fire Crime West Bengal সংবাদ

Last Updated :