স্নান করতে গিয়ে নিখোঁজ এক বছর চুয়াল্লিশের মহিলা। মহিলার নাম সুনেত্রা গাঙ্গুলি, তিনি বালি ডিং সাইপাড়ার বাসিন্দা। স্থানীয় মানুষ ধারনা করছেন বালি ব্রিজের সামনে পঞ্চানন তলা গঙ্গার ঘাটে সকালে চান করতে আসেন তিনি, এবং সেখানেই ঘটে দুর্ঘটনা। ভদ্রমহিলা গঙ্গার জলে তলিয়ে গেছেন বলে সন্দেহ। স্থানীয় বাসিন্দা এবং ডুবুরিদের সাহায্যে তল্লাশি চলছে, কিন্তু এখনও পর্যন্ত কোন খোঁজ মেলেনি। ঘটনাস্থলে খবর পাঠানো হয়েছে বালি থানার এবং রিভার ট্রাফিক পুলিশকে।
{ads}