শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : মুর্শিদাবাদের গন্ডগোল ও ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হওয়া নিয়ে শনিবার বিকেলে বিরাট প্রতিবাদ মিছিল করেছে বিজেপি। কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল রাজ্য বিজেপির। সেখান থেকেই প্রধানমন্ত্রীর (PM) আসার কথা জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
{link}
এদিনের প্রতিবাদ মিছিলে এক মঞ্চে দেখা গেল রাজ্য বিজেপির তিন শীর্ষ নেতাকে। একসঙ্গে মিছিলে হাঁটলেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদার। শুভেন্দুর ঘোষণা অনুযায়ী, "রাজ্য সফরে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। ২৭ এপ্রিলের পর রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সফরের পর রাজ্য সভাপতি-সহ বাকিদের সঙ্গে আলোচনা করে নবান্ন অভিযান হবে। চূড়ান্ত আরেকটা লড়াই দিতে চাই আমরা। আলোচনার পর তারিখ ঘোষণা করা হবে।"
{link}
কলেজ স্ট্রিটের (College Street) মিছিল থেকে ঘোষণা শুভেন্দুর। ১৬ থেকে ২০ এপ্রিল মিছিলের ডাক বিজেপির শীর্ষ নেতাদের। কলেজ স্ট্রিটের মঞ্চ থেকে শুভেন্দু স্পষ্টতই জানান, পয়লা বৈশাখের পর ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য সফরের পরই রাজ্যে সরকারের বিভিন্ন দুর্নীতির প্রতিবাদে পথে নামবে বিজেপি। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করার পর নবান্ন অভিযান করা হবে। সূত্রের আরও খবর, ২৭ এপ্রিলের পর রাজ্যে ২ দিনের সফরে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম দিন কলকাতায় বৈঠক হতে পারে বলে খবর। দ্বিতীয় দিন জেলা সফরে বেরোতে পারেন মোদী।
{ads}