header banner

Modi : উত্তরবঙ্গে মোদী-ঝড়

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : পহেলগাঁও কাণ্ডের পরে বৃহস্পতিবার নরেন্দ্র মোদী আসছেন উত্তরবঙ্গে। তবে তাঁর মূল কর্মসূচি সিকিমে (Sikkim)। খবরে প্রকাশ,আজ সকাল দশটায় বাগডোগরা বিমানঘাঁটিতে পৌঁছবে প্রধানমন্ত্রীর বিমান। সেখান থেকে সেনা হেলিকপ্টারে চেপে প্রথমে সিকিমে যাবেন তিনি। সিকিমের ভারতভুক্তির ৫০ বছরের উদযাপন অনুষ্ঠান রয়েছে।

{link}

প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটলবিহারী বাজপেয়ীর মূর্তি উন্মোচন-সহ একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস করার কথা রয়েছে মোদীর। সেখান থেকে আলিপুরদুয়ারে আসবেন প্রধানমন্ত্রী। দুপুর ২টো নাগাদ আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে পৌঁছনোর কথা রয়েছে তাঁর। দুপুর ২টো ১৫ মিনিটে সেই মঞ্চ থেকে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার জন্য ‘নগর গ্যাস সরবরাহ’ প্রকল্প উদ্বোধন করবেন মোদী। তবে, শুধু প্রশাসনিক কাজেই রাজ্যে আসছেন না তিনি। থাকছে একটি জনসভাও।

{link}

বুধবার এক্স হ্যান্ডলে একটি বার্তা দিয়ে মোদী জানান, ‘আমি আলিপুরদুয়ারে একটি জনসভায় ভাষণ দেব। গত এক দশক ধরে এনডিএ সরকারের বিভিন্ন প্রকল্প পশ্চিমবঙ্গের মানুষের দ্বারা দারুণ ভাবে প্রশংসিত হয়েছে। তৃণমূলের দুর্নীতি এবং অপশাসনে মানুষ ক্লান্ত।’ এই সভা থেকেই মোদী কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে বিজেপি কর্মী, সমর্থকেরা। তবে দারুন সাজে সেজে উঠেছে উত্তরবঙ্গ।

{ads}

News Breaking News Sikkim Modi North Bengal সংবাদ

Last Updated :